০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘সমালোচনা আমি ভালোবাসি’ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

ইমামা খাতুন
  • আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর হাত ধরে ২০২৩ এর কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হল আজ। এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম হল কান্ট্রি স্পেন। এদিন দুপুরে বিধাননগর করুণাময়ীর সেন্ট্রালপার্কের মাঠে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী ছাড়াও আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বুকস অ্যান্ড প্রমোশন রিডিং’ বিভাগের মহাপরিচালক মারিয়া জোসে গালভেজ সালভাদর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ স্পেন ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেরা।বইমেলার উদ্বোধনী মঞ্চে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনা থেকে আমি রোজ রোজ নতুন কিছু শিখি।’’ আমার সমালোচনা হলে আমি খুশি হয়। সব কিছুর মধ্যে নেগেটিভ দেখতে হবে তার কোনও মানে নেই।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সুপার্ব, মার্ভেলাস বইমেলা। কলকাতার বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। প্রকৃত অর্থেই এটা আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

আরও পড়ুন: ‘২৬-শের বিধানসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে’: মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ছোটো ছোট পাবলিশার্সের পাশে থাকুন। বড় লেখকদের থেকে ছোট লেখকদের গুণ কিন্তু কম নয়। লিটল ম্যাগাজিনের গুরুত্ব অনেক। আমি এখনও ছোট চার পাতার ম্যাগাজিন পড়ি। তাতে অনেক তথ্য থাকে।”

বইমেলায় যাতায়াতের সুবিধার জন্য বাস পরিষেবা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার থেকে দিল্লিতেও  বাংলার বইমেলা হবে বলে জানান তিনি। সেখানেও প্রতিটি জেলা থেকে পাবলিশার্সরা অংশ  নেবেন।

উল্লেখ্য, ২০২৩ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রায় ১০০০টি বইয়ের স্টল থাকছে। যার মধ্যে বড়, ছোট ও লিটল ম্যাগাজিনেরও স্টল রয়েছে। মৃণাল সেন ও তরুণ মজুমদারের নামে দুটি মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। স্পেনের তোলেদা গেটের আদলে একটি ফটক থাকছে। এছাড়া দ্বিশতজন্মবর্ষ উপলক্ষ্যে মাইকেল মধুসূদন দত্ত ও প্যারীচরণ সরকারের নামে বইমেলায় দুটি হল করা হয়েছে। লেখক ও সম্পাদক রামপদ চৌধুরীর নামে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ হবে।১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সমালোচনা আমি ভালোবাসি’ বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্তব্য মুখ্যমন্ত্রীর

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রীর হাত ধরে ২০২৩ এর কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হল আজ। এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম হল কান্ট্রি স্পেন। এদিন দুপুরে বিধাননগর করুণাময়ীর সেন্ট্রালপার্কের মাঠে আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা।

মুখ্যমন্ত্রী ছাড়াও আজ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘বুকস অ্যান্ড প্রমোশন রিডিং’ বিভাগের মহাপরিচালক মারিয়া জোসে গালভেজ সালভাদর, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ স্পেন ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট জনেরা।বইমেলার উদ্বোধনী মঞ্চে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: অর্ণব গোস্বামীর বিরুদ্ধে মানহানির মামলা

উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়, সমালোচনা থেকে আমি রোজ রোজ নতুন কিছু শিখি।’’ আমার সমালোচনা হলে আমি খুশি হয়। সব কিছুর মধ্যে নেগেটিভ দেখতে হবে তার কোনও মানে নেই।

আরও পড়ুন: অভিষেকের বৈঠকে বিশেষ নজর ‘ভূতুড়ে’ ভোটার তালিকায়

উদ্বোধনী অনুষ্ঠানে এসে আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “সুপার্ব, মার্ভেলাস বইমেলা। কলকাতার বইমেলা সকলের হৃদয় ছুঁয়ে গিয়েছে। প্রকৃত অর্থেই এটা আন্তর্জাতিক কলকাতা বইমেলা।

আরও পড়ুন: ‘২৬-শের বিধানসভা নির্বাচনে বাংলায় সবুজ ঝড় উঠবে’: মমতা

এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ছোটো ছোট পাবলিশার্সের পাশে থাকুন। বড় লেখকদের থেকে ছোট লেখকদের গুণ কিন্তু কম নয়। লিটল ম্যাগাজিনের গুরুত্ব অনেক। আমি এখনও ছোট চার পাতার ম্যাগাজিন পড়ি। তাতে অনেক তথ্য থাকে।”

বইমেলায় যাতায়াতের সুবিধার জন্য বাস পরিষেবা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার থেকে দিল্লিতেও  বাংলার বইমেলা হবে বলে জানান তিনি। সেখানেও প্রতিটি জেলা থেকে পাবলিশার্সরা অংশ  নেবেন।

উল্লেখ্য, ২০২৩ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রায় ১০০০টি বইয়ের স্টল থাকছে। যার মধ্যে বড়, ছোট ও লিটল ম্যাগাজিনেরও স্টল রয়েছে। মৃণাল সেন ও তরুণ মজুমদারের নামে দুটি মুক্ত মঞ্চ তৈরি করা হয়েছে। স্পেনের তোলেদা গেটের আদলে একটি ফটক থাকছে। এছাড়া দ্বিশতজন্মবর্ষ উপলক্ষ্যে মাইকেল মধুসূদন দত্ত ও প্যারীচরণ সরকারের নামে বইমেলায় দুটি হল করা হয়েছে। লেখক ও সম্পাদক রামপদ চৌধুরীর নামে লিটল ম্যাগাজিন প্যাভিলিয়নের নামকরণ হবে।১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা।