২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

চামেলি দাস
  • আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার
  • / 171

পুবের কমল, ওয়েবডেস্ক: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ জ্যোতি মলহোত্রার পর এবার ধরা পড়লেন সিআরপিএফ জওয়ান। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র জালে ধরা পড়লেন ওই জওয়ান. পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগ। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও।  ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ।  আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে তাঁকে।

ধৃত জওয়ানের নাম মতিরাম জাট।  ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ মতিরামের বিরুদ্ধে। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়। আদালতের পর্যবেক্ষণ, “মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।”

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

ওই জওয়ানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সংশ্লিষ্ট ধারার অধীনে মামলা দায়ের হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, গুজরাত এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ‘পাক গুপ্তচরবৃত্তি’তে জড়িত অন্তত ১৯ জনের খোঁজ পেয়েছে পুলিশ। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পাক হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারাই করে দিল সেনাবাহিনী

আরও পড়ুন: ‘ঘর মে ঘুসকে মারেঙ্গে’ মোদির হুঙ্কার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাকিস্তানের গুপ্তচরবৃত্তির অভিযোগে এ বার এনআইএ-র জালে সিআরপিএফ জওয়ান!

আপডেট : ২৬ মে ২০২৫, সোমবার

পুবের কমল, ওয়েবডেস্ক: পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ জ্যোতি মলহোত্রার পর এবার ধরা পড়লেন সিআরপিএফ জওয়ান। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র জালে ধরা পড়লেন ওই জওয়ান. পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগ। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও।  ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিংহ।  আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে তাঁকে।

ধৃত জওয়ানের নাম মতিরাম জাট।  ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ মতিরামের বিরুদ্ধে। এ জন্য পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের থেকে মোটা অঙ্কের ‘পারিশ্রমিক’ও পেতেন তিনি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হয়। আদালতের পর্যবেক্ষণ, “মতিরামের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের অন্যতম স্তম্ভ। তাদের বিরুদ্ধে এমন কাজ করার অর্থ দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।”

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

ওই জওয়ানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক সংশ্লিষ্ট ধারার অধীনে মামলা দায়ের হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, গুজরাত এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে ‘পাক গুপ্তচরবৃত্তি’তে জড়িত অন্তত ১৯ জনের খোঁজ পেয়েছে পুলিশ। তাঁদের গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: পাক হামলায় ক্ষতিগ্রস্ত মসজিদ সারাই করে দিল সেনাবাহিনী

আরও পড়ুন: ‘ঘর মে ঘুসকে মারেঙ্গে’ মোদির হুঙ্কার