২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড নিউজিল্যান্ড, জরুরি অবস্থা ঘোষণা

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 133

পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর ব্যাপক বন্যা দেখা দিয়েছে। জলবন্দী মানুষদের অনেকে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে।   বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে। এমন অবস্থায় আজ মঙ্গলবার নিউজিল্যান্ডে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলা এবং ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশটিতে এমন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টি ও বাতাসের কারণে শত শত ফ্লাইট বাতিল করা করেছে কতৃপক্ষ। দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। কিছু এলাকায় ভূমিধ্বসে বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তা জলেতে তলিয়ে গেছে। মোবাইল ফোন পরিষেবাও  বন্ধ আছে কিছু এলাকায়।

আরও পড়ুন: এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’

এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ডবাসীর জন্য বিশেষ করে আপার নর্থ আইল্যান্ডের বাসিন্দাদের জন্য আজকের রাতটি দীর্ঘ। অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে, দেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি জরুরি অবস্থা জারি করেন। ম্যাকআন্টলি বলেন, ‘এটি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড়ে বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।’

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন

তিনি আরো বলেন, আজ মঙ্গলবারও পুরো দেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। ফলে জরুরি পরিষেবা সংস্থাগুলোর সেবায় বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডের উত্তরে আঘাত হানার পরে, অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যা হওয়ার কয়েক সপ্তাহ পরে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্ব অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ে একজন ফায়ারকর্মী গুরুতর আহত হয়েছেন। অপর এক কর্মী নিখোঁজ আছেন বলে জানান।

সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড নিউজিল্যান্ড, জরুরি অবস্থা ঘোষণা

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানার পর ব্যাপক বন্যা দেখা দিয়েছে। জলবন্দী মানুষদের অনেকে বাড়ির ছাদে আশ্রয় নিয়েছে।   বিভিন্ন জায়গায় ভূমিধস হচ্ছে। এমন অবস্থায় আজ মঙ্গলবার নিউজিল্যান্ডে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ নিয়ে দেশটির ইতিহাসে তৃতীয়বারের মতো জরুরি অবস্থা ঘোষণা করা হলো। ২০১৯ সালের ক্রাইস্টচার্চ মসজিদে জঙ্গি হামলা এবং ২০২০ সালে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর দেশটিতে এমন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েল’। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টি ও বাতাসের কারণে শত শত ফ্লাইট বাতিল করা করেছে কতৃপক্ষ। দমকা হওয়া, প্রবল বর্ষণ ও জলোচ্ছ্বাস শুরু হয়েছে। কিছু এলাকায় ভূমিধ্বসে বাড়িঘর ভেসে গেছে এবং রাস্তা জলেতে তলিয়ে গেছে। মোবাইল ফোন পরিষেবাও  বন্ধ আছে কিছু এলাকায়।

আরও পড়ুন: এবার বাংলায় ঘূর্ণিঝড় ‘মন্থা’

এই প্রসঙ্গে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সাংবাদিকদের বলেন, ‘নিউজিল্যান্ডবাসীর জন্য বিশেষ করে আপার নর্থ আইল্যান্ডের বাসিন্দাদের জন্য আজকের রাতটি দীর্ঘ। অনেক পরিবার বাস্তুচ্যুত হয়েছে, অনেক বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে, দেশ বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। আজ (মঙ্গলবার) নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি জরুরি অবস্থা জারি করেন। ম্যাকআন্টলি বলেন, ‘এটি ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড়ে বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে।’

আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন

তিনি আরো বলেন, আজ মঙ্গলবারও পুরো দেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। ফলে জরুরি পরিষেবা সংস্থাগুলোর সেবায় বিঘ্ন ঘটতে পারে।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত: প্রশাসনের নজর উপকূলে, সব রকম প্রস্তুতি শুরু

নিউজিল্যান্ডের আবহাওয়া সংস্থা মেটসার্ভিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হক বে অঞ্চলে ১০০ থেকে ২৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল নিউজিল্যান্ডের উত্তরে আঘাত হানার পরে, অকল্যান্ড এবং আশেপাশের অঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত ও বন্যা হওয়ার কয়েক সপ্তাহ পরে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পূর্ব অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ে একজন ফায়ারকর্মী গুরুতর আহত হয়েছেন। অপর এক কর্মী নিখোঁজ আছেন বলে জানান।

সাইক্লোনে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সোমবার সাড়ে ১১ মিলিয়ন নিউজিল্যান্ড ডলারের প্যাকেজ ঘোষণা করেছেন।