ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ বিপর্যয় ডেকে আনবে দেশে, উদ্বিগ্ন আবহবিদরা
ইমামা খাতুন
- আপডেট :
৭ জুন ২০২৩, বুধবার
- / 13
পুবের কলম,ওয়েবডেস্ক: রাজ্যে তাপপ্রবাহ না হলেও তীব্র দহনে পুড়ছে বাংলা। পারদ তাপপ্রবাহের ইঙ্গিত দিচ্ছে না। কিন্তু বাস্তবে তেমনটাই মালুম হচ্ছে। কবে এ অবস্থা কাটবে তা স্পষ্টভাবে বলতে পারছেনা আবহবিদরা। আবার দেশে বর্ষা ঢোকার সময় হলেও পর্যায়ক্রমে তা পিছিয়ে যাচ্ছে। যার জন্য আরব সাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-কে দায়ী করছে আবহবিদদের একাংশ।
ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আপাতত পূর্ব-মধ্য এবং সংলগ্ন দক্ষিণপূর্ব আরব সাগরে অবস্থান করছে ‘বিপর্যয়’। আগামী কয়েক ঘণ্টার মধ্যে উত্তরে অগ্রসর হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
উপগ্রহচিত্র থেকে জানা যাচ্ছে, ভারতীয় সময় রাত ২টো ৩০ মিনিট নাগাদ গোয়ার পশ্চিম,দক্ষিণ-পশ্চিম থেকে প্রায় ৯০০ কিলোমিটার, মুম্বইয়ের দক্ষিণ- পশ্চিমে প্রায় ১২০০ কিলোমিটার, পোরবন্দরের দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমে প্রায় ১০৯০ কিলোমিটার এবং করাচির দক্ষিণে প্রায় ১৩৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে ‘বিপর্যয়’।
অন্যদিকে নিম্নচাপ ‘বিপর্যয়’ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতেই সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরল ও গোয়ার উপকূল এলাকায়। কেরলের তিরুবনন্তপুরমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।