২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দলিত কিশোরীকে স্কুলে যেতে বাধা, গ্রেফতার ৭

ইমামা খাতুন
  • আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার
  • / 36

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত এবছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উৎসব পালন করছে। অন্যদিকে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ওড়িশার   আদিবাসী জনজাতি থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মু। এইরকম আবহে মধ্যপ্রদেশে উঠে   এল ঠিক উল্টো ছবি। মধ্যপ্রদেশের বাবলিয়াখেড়ি গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে স্কুলে যেতে বাধা দিল স্থানীয় একটি গোষ্ঠী।কেন সে স্কুলে যেতে পারবে  না এই প্রশ্ন করা হলে তারা যুক্তি দেয়, ওই গ্রামের অন্য কোনো মেয়ে স্কুলে যায়না  অতএব ওই কিশোরীকেও স্কুলে যেতে দেওয়া হবে না।

 

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

এক পুলিশ আধিকারিক  জানিয়েছেন, কিশোরীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিযুক্ত এবং তার পরিবার। ওই  ঘটনার পর পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। একটি ভিডিও’র মাধ্যমে ওই  কিশোরী অভিযোগ করেছে যে তার কাছ থেকে স্কুলের ব্যাগ কেড়ে নেওয়া হয়,   এবং ক্লাসে যেতে বাধা দেওয়া হয়। কিশোরী আরও অভিযোগ করেছে, এই ঘটনার   প্রতিবাদ করলে তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয়।

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

 

আরও পড়ুন: ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর

কোতোয়ালি থানার আধিকারিক অবধেশ কুমার শেষ জানিয়েছেন, ওই দলিত  কিশোরী  শনিবার স্কুল থেকে বাড়ি ফিরছিল,  সেই  সময় ঘটনাটির সূত্রপাত হয়।  তিনি বলেন, কয়েকজন মিলে কিশোরীর ব্যাগ কেড়ে নেয় এবং তার স্কুলে যাওয়া  নিয়ে আপত্তি করে। তাদের আপত্তির কারণ জানতে চাওয়া হলে, তারা বলে, ওই   গ্রামের অন্য মেয়েরা স্কুলে যাচ্ছেনা তাই তারও যাওয়ার প্রয়োজন নেই। এরপরই  কিশোরী এবং অভিযুক্তের পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ওই পুলিশ আধিকারিক  জানিয়েছেন, সোমবার ভারতীয় দণ্ডবিধির তফশিলি জাতি ও তফশিলি উপজাতি  (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে।  অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে মেয়েটির ভাই এবং আরও তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংঘর্ষে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দলিত কিশোরীকে স্কুলে যেতে বাধা, গ্রেফতার ৭

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ভারত এবছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তির উৎসব পালন করছে। অন্যদিকে ভারতের ১৫তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ওড়িশার   আদিবাসী জনজাতি থেকে উঠে আসা দ্রৌপদী মুর্মু। এইরকম আবহে মধ্যপ্রদেশে উঠে   এল ঠিক উল্টো ছবি। মধ্যপ্রদেশের বাবলিয়াখেড়ি গ্রামে ১৬ বছরের এক কিশোরীকে স্কুলে যেতে বাধা দিল স্থানীয় একটি গোষ্ঠী।কেন সে স্কুলে যেতে পারবে  না এই প্রশ্ন করা হলে তারা যুক্তি দেয়, ওই গ্রামের অন্য কোনো মেয়ে স্কুলে যায়না  অতএব ওই কিশোরীকেও স্কুলে যেতে দেওয়া হবে না।

 

আরও পড়ুন: আন্দোলন না করে স্কুলে ফিরুন চাকরি হারা শিক্ষকরা, আর্জি ফিরহাদের

এক পুলিশ আধিকারিক  জানিয়েছেন, কিশোরীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিযুক্ত এবং তার পরিবার। ওই  ঘটনার পর পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে। একটি ভিডিও’র মাধ্যমে ওই  কিশোরী অভিযোগ করেছে যে তার কাছ থেকে স্কুলের ব্যাগ কেড়ে নেওয়া হয়,   এবং ক্লাসে যেতে বাধা দেওয়া হয়। কিশোরী আরও অভিযোগ করেছে, এই ঘটনার   প্রতিবাদ করলে তার ভাই এবং পরিবারের অন্যান্য সদস্যদের মারধর করা হয়।

আরও পড়ুন: আমিরাতের স্কুলপাঠ্যে কেজি থেকেই চালু হচ্ছে ‘এআই’

 

আরও পড়ুন: ঋতুমতী হওয়ার অপরাধ! প্রিন্সিপালের নির্দেশে ক্লাসের বাইরে বসে পরীক্ষা দলিত ছাত্রীর

কোতোয়ালি থানার আধিকারিক অবধেশ কুমার শেষ জানিয়েছেন, ওই দলিত  কিশোরী  শনিবার স্কুল থেকে বাড়ি ফিরছিল,  সেই  সময় ঘটনাটির সূত্রপাত হয়।  তিনি বলেন, কয়েকজন মিলে কিশোরীর ব্যাগ কেড়ে নেয় এবং তার স্কুলে যাওয়া  নিয়ে আপত্তি করে। তাদের আপত্তির কারণ জানতে চাওয়া হলে, তারা বলে, ওই   গ্রামের অন্য মেয়েরা স্কুলে যাচ্ছেনা তাই তারও যাওয়ার প্রয়োজন নেই। এরপরই  কিশোরী এবং অভিযুক্তের পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়ে।

 

ওই পুলিশ আধিকারিক  জানিয়েছেন, সোমবার ভারতীয় দণ্ডবিধির তফশিলি জাতি ও তফশিলি উপজাতি  (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে ওই সাতজনকে গ্রেফতার করা হয়েছে।  অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে মেয়েটির ভাই এবং আরও তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। সংঘর্ষে আহতদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।