০১ অক্টোবর ২০২৫, বুধবার, ১৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার
  • / 141

জয়পুর, ১৮ ফেব্রুয়ারিঃ  এনডিএ জমানায় ভারতীয় নাগরিক দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার মাত্রাছাড়া হয়েছে। এসম্পর্কে খবরাখবরও প্রকাশিত হচ্ছে প্রায়ই। এধরনের নতুন আরেকটি ঘটনা সামনে এল। সূত্রের খবর, ঘটনাস্থল রাজস্থানের ঝুনঝুনু জেলার গোবিন্দদাসপুর। এখানে দলিত সম্প্রদায়ের এক পাত্র পুলিশ প্রহরায় বিয়ের শোভাযাত্রা সম্পন্ন করলেন। ঘোড়ায় চড়ে ৬০জন পুুলিশ ও কুইক রিয়্যাকশন টিমের প্রহরায় বিয়ে করতে গেলেন তিনি। ঘোড়ায় চড়া পাত্রের হাতে ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরে ছবি শোভিত হয়েছে।

জাতীয় সংবাদমাধ্যমে এই ঘটনা সম্পর্কে খবর ফলাও করে প্রচারিত হয়েছে। পুুলিশ সূত্রের খবর, দলিত সম্প্রদায়ভুক্ত বরের নাম রাকেশ। স্থানীয় বাসিন্দা উচ্চবর্ণের মানুষজনের একাংশ রাকেশকে হুমকি দিয়েছিলেন যেন ঘোড়ার চেপে তিনি বিয়ে করতে না যান। এই নির্দেশ অমান্য করলে পরিণাম ভালো হবে না। এরপর রাকেশের বিয়ের শোভাযাত্রায় পুলিশ ও কুইক রিয়্যাকশন টিমের প্রহরার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা উচ্চবর্ণের মানুষজনের লাগাতার হুমকি মুখে পড়ছিলেন রাকেশ। এরপর রাকেশের পরিবারের তরফে পুলিশি সহযোগিতার আর্জি জানানো হয়। তাতে সাড়া দিয়ে বিয়ের ওই শোভাযাত্রায় স্থানীয় একাধিক থানার পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন: ভাঙল ৩০০ বছরের নিষেধাজ্ঞা, শিবমন্দিরে প্রবেশাধিকার পেলেন দাসপাড়ার দলিতরা

রাকেশের বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। রাজেশের কথায়, প্রথমে ওদের হুমকির মুখে পড়ে খানিক ভয় পেয়েছিলাম। পরে সেই ভয় কাটিয়ে উঠে পুুলিশে অভিযোগ দায়ের করি। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের বুলন্দশহরে জেলায় এধরনের ঘটনা  ঘটেছে। উচ্চবর্ণের মানুষের বসবাসের এলাকা দিয়ে দলিত সম্প্রদায়ের বর বিয়ের শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময়ে উচ্চবর্ণের মানুষজনের একাংশ শোভাযাত্রা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এছাড়া বিয়েতে অংশগ্রহণ করা মহিলাদেরও হেনস্থা করেছে ওরা।

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ঘোড়ায় চেপে বিয়ে করতে মানা, দলিত বরের শোভাযাত্রার প্রহরায় ৬০ পুুলিশকর্মী

আপডেট : ১৮ ফেব্রুয়ারী ২০২৫, মঙ্গলবার

জয়পুর, ১৮ ফেব্রুয়ারিঃ  এনডিএ জমানায় ভারতীয় নাগরিক দলিত সম্প্রদায়ের উপর অত্যাচার মাত্রাছাড়া হয়েছে। এসম্পর্কে খবরাখবরও প্রকাশিত হচ্ছে প্রায়ই। এধরনের নতুন আরেকটি ঘটনা সামনে এল। সূত্রের খবর, ঘটনাস্থল রাজস্থানের ঝুনঝুনু জেলার গোবিন্দদাসপুর। এখানে দলিত সম্প্রদায়ের এক পাত্র পুলিশ প্রহরায় বিয়ের শোভাযাত্রা সম্পন্ন করলেন। ঘোড়ায় চড়ে ৬০জন পুুলিশ ও কুইক রিয়্যাকশন টিমের প্রহরায় বিয়ে করতে গেলেন তিনি। ঘোড়ায় চড়া পাত্রের হাতে ভারতের সংবিধান প্রণেতা বাবাসাহেব ভীমরাও আম্বেদকরে ছবি শোভিত হয়েছে।

জাতীয় সংবাদমাধ্যমে এই ঘটনা সম্পর্কে খবর ফলাও করে প্রচারিত হয়েছে। পুুলিশ সূত্রের খবর, দলিত সম্প্রদায়ভুক্ত বরের নাম রাকেশ। স্থানীয় বাসিন্দা উচ্চবর্ণের মানুষজনের একাংশ রাকেশকে হুমকি দিয়েছিলেন যেন ঘোড়ার চেপে তিনি বিয়ে করতে না যান। এই নির্দেশ অমান্য করলে পরিণাম ভালো হবে না। এরপর রাকেশের বিয়ের শোভাযাত্রায় পুলিশ ও কুইক রিয়্যাকশন টিমের প্রহরার ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় বাসিন্দা উচ্চবর্ণের মানুষজনের লাগাতার হুমকি মুখে পড়ছিলেন রাকেশ। এরপর রাকেশের পরিবারের তরফে পুলিশি সহযোগিতার আর্জি জানানো হয়। তাতে সাড়া দিয়ে বিয়ের ওই শোভাযাত্রায় স্থানীয় একাধিক থানার পুলিশ মোতায়েন করা হয়।

আরও পড়ুন: ভাঙল ৩০০ বছরের নিষেধাজ্ঞা, শিবমন্দিরে প্রবেশাধিকার পেলেন দাসপাড়ার দলিতরা

রাকেশের বিয়ের অনুষ্ঠান নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে। রাজেশের কথায়, প্রথমে ওদের হুমকির মুখে পড়ে খানিক ভয় পেয়েছিলাম। পরে সেই ভয় কাটিয়ে উঠে পুুলিশে অভিযোগ দায়ের করি। প্রসঙ্গত, ২০২৪ সালের ডিসেম্বর মাসে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশের বুলন্দশহরে জেলায় এধরনের ঘটনা  ঘটেছে। উচ্চবর্ণের মানুষের বসবাসের এলাকা দিয়ে দলিত সম্প্রদায়ের বর বিয়ের শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময়ে উচ্চবর্ণের মানুষজনের একাংশ শোভাযাত্রা লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এছাড়া বিয়েতে অংশগ্রহণ করা মহিলাদেরও হেনস্থা করেছে ওরা।

আরও পড়ুন: আপের ২২ জনের মধ্যে ১৪ জন মুসলিম ও দলিত