৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দাসত্বের চেয়ে মৃত্যু ভালো: ইমরান খান

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার
  • / 79

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দাসত্ব মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তারা আমাদের দিয়ে দাসত্ব করাচ্ছে, গলা টিপে ধরছে এবং পিটিআই ছাড়তে বাধ্য করছে। তোমাদের জন্ম এসবের জন্য হয়নি। ভয়ের সামনে যখন কোনও জাতি নত হয়, তখন সেই জাতির মৃত্যু হয়।’

তিনি জানান, তার কাছে পাকিস্তানের স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি। ভাষণে অক্টোবরে জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনা করেন তিনি। বলেন, পিটিআইকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েছে ক্ষমতাসীন দল। পিটিআই-এর নেতাকর্মীদের গ্রেফতার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও বলেন, ‘আমি আমার দেশের জনগণকে বলব, তোমাদের এমন পরাজয় মেনে নেওয়া উচিত নয়।’ সুপ্রিম কোর্ট পাকিস্তানের শেষ ভরসা উল্লেখ করে ইমরান বলেন, বিচারকরাই একমাত্র দেশের গণতন্ত্রকে বাঁচাতে পারেন। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে এমনই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে বলেন, ‘এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অবশ্যই এ বিষয়ে পর্যালোচনা চলছে।’

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাসত্বের চেয়ে মৃত্যু ভালো: ইমরান খান

আপডেট : ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, দাসত্ব মেনে নেওয়ার চেয়ে মরে যাওয়া ভালো। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘তারা আমাদের দিয়ে দাসত্ব করাচ্ছে, গলা টিপে ধরছে এবং পিটিআই ছাড়তে বাধ্য করছে। তোমাদের জন্ম এসবের জন্য হয়নি। ভয়ের সামনে যখন কোনও জাতি নত হয়, তখন সেই জাতির মৃত্যু হয়।’

তিনি জানান, তার কাছে পাকিস্তানের স্থিতিশীলতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে শান্তি ফিরিয়ে আনতে প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন বলেও জানান তিনি। ভাষণে অক্টোবরে জাতীয় নির্বাচন আয়োজনের সমালোচনা করেন তিনি। বলেন, পিটিআইকে নিশ্চিহ্ন করার লক্ষ্য নিয়েছে ক্ষমতাসীন দল। পিটিআই-এর নেতাকর্মীদের গ্রেফতার এবং চাপ প্রয়োগের পর সরকারের লক্ষ্য নির্বাচন আয়োজনের।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

আরও বলেন, ‘আমি আমার দেশের জনগণকে বলব, তোমাদের এমন পরাজয় মেনে নেওয়া উচিত নয়।’ সুপ্রিম কোর্ট পাকিস্তানের শেষ ভরসা উল্লেখ করে ইমরান বলেন, বিচারকরাই একমাত্র দেশের গণতন্ত্রকে বাঁচাতে পারেন। এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) নিষিদ্ধ করার চিন্তাভাবনা করছে সরকার।

আরও পড়ুন: বুধবার কি জামিন পাবেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান?

বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যমকে এমনই তথ্য জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে বলেন, ‘এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে অবশ্যই এ বিষয়ে পর্যালোচনা চলছে।’

আরও পড়ুন: ৬০০ দিনেরও বেশি জেলবন্দি ইমরান খান, ‘ন্যায়বিচারের অপেক্ষা’