০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

জেলার নাম পরিবর্তন প্রস্তাবে বিতর্ক! অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৫ মে ২০২২, বুধবার
  • / 161

পুবের কলম, ওয়েবডেস্ক: রণক্ষেত্র অন্ধ্রপ্রদেশ। রাজ্যের পরিবহণ মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। ঘটনার সূত্রপাত জেলার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে। সেই অসন্তোষই বিক্ষোভের রূপ নেয়। অন্ধ্রপ্রদেশের আমলাপুরমের রাজ্যের পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরিবহণ মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত মানুষ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তানেতি ভানিতা জানিয়েছেন,  ঘটনায় মোট ২০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা  হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভোটার তালিকার সংশোধনীতে বিহারে নতুন নিয়ম

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, এই ঘটনায় স্থানীয়দের মদদ জুগিয়েছে রাজনৈতিক দল।

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

সূত্রের খবর, একটি জেলার নাম পরিবর্তনের  প্রস্তাব পছন্দ হয়নি স্থানীয়দের। কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বিআর আম্বেদকর কোনাসিমা নাম করার প্রস্তাব দিয়েছিল প্রশাসন।   সেই আপত্তি থাকলে জানাতে বলেছিল জগন মোহন রেড্ডির সরকার।

আরও পড়ুন: শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল

সেই নিয়েই বিতর্কের সূত্রপাত। শুরু হয় আন্দোলন। সেই আন্দোলন ধবংসের রূপ নেয়।

তবে কোনও হতা-হতের খবর নেই। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলেই খবর। এই প্রতিবাদের সময় একটি পুলিশের গাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসেও  আগুন ধরায় উত্তেজিত জনতা। প্রতিবাদীদের ছোড়া পাথরের আঘাতে আহত হন  বেশ কয়েকজন পুলিশকর্মী।

মঙ্গলবার অমলাপুরমে শাসক দলের এক বিধায়ক পোন্নাডা সতীশের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

অন্ধ্রের ওই পরিবহণ মন্ত্রীর নাম পিনিপি বিশ্বরুপু। তিনি অন্ধ্রের  মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মন্ত্রিসভার সদস্য। তাঁর দলেরই নেতা। বয়স ৬০। পিনিপি জগনের বাবা রাজশেখর রেড্ডির সময় থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন দফতরের মন্ত্রিত্ব সামলেছেন।

উল্লেখ্য, গত এপ্রিলের ৪ তারিখে পূর্ব গোদাবরী জেলা থেকে কোনাসিমাকে আলাদা করে হয়। তার পর সে রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হয়,  এই জেলার নাম দেওয়া হবে বিআর আম্বেদকর কোনাসিমা। প্রস্তাবিত নাম দিয়ে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়  এই নিয়ে আপত্তির কথা জানাতে। তার পরেই কোনাসিমা সাধনা সমিতির পক্ষ থেকে এই নামের বিরোধিতা করা হয়। মঙ্গলবার এই নিয়ে স্মারকলিপি জমা দিতে যাওয়ার কথা ছিল প্রতিবাদীদের। সেখান থেকেই ঝামেলা শুরু হয়।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

জেলার নাম পরিবর্তন প্রস্তাবে বিতর্ক! অন্ধ্রপ্রদেশের পরিবহণ মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা

আপডেট : ২৫ মে ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্ক: রণক্ষেত্র অন্ধ্রপ্রদেশ। রাজ্যের পরিবহণ মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দিল উত্তেজিত জনতা। ঘটনার সূত্রপাত জেলার নাম পরিবর্তনের প্রস্তাব নিয়ে। সেই অসন্তোষই বিক্ষোভের রূপ নেয়। অন্ধ্রপ্রদেশের আমলাপুরমের রাজ্যের পরিবহণ মন্ত্রী পি বিশ্বরূপের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরিবহণ মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেয় উত্তেজিত মানুষ। ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন।

অন্ধ্রপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তানেতি ভানিতা জানিয়েছেন,  ঘটনায় মোট ২০ জন পুলিশকর্মী আহত হয়েছেন। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা  হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভোটার তালিকার সংশোধনীতে বিহারে নতুন নিয়ম

স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন, এই ঘটনায় স্থানীয়দের মদদ জুগিয়েছে রাজনৈতিক দল।

আরও পড়ুন: ট্রাম্পের প্রস্তাবে সায় পুতিনের, মঙ্গলে সউদিতে ইউক্রেন আলোচনা

সূত্রের খবর, একটি জেলার নাম পরিবর্তনের  প্রস্তাব পছন্দ হয়নি স্থানীয়দের। কোনাসিমা জেলার নাম পরিবর্তন করে বিআর আম্বেদকর কোনাসিমা নাম করার প্রস্তাব দিয়েছিল প্রশাসন।   সেই আপত্তি থাকলে জানাতে বলেছিল জগন মোহন রেড্ডির সরকার।

আরও পড়ুন: শহীদ আবদুল হামিদের নামাঙ্কিত স্কুলের নাম বদল

সেই নিয়েই বিতর্কের সূত্রপাত। শুরু হয় আন্দোলন। সেই আন্দোলন ধবংসের রূপ নেয়।

তবে কোনও হতা-হতের খবর নেই। মন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন বলেই খবর। এই প্রতিবাদের সময় একটি পুলিশের গাড়ি ও একটি শিক্ষা প্রতিষ্ঠানের বাসেও  আগুন ধরায় উত্তেজিত জনতা। প্রতিবাদীদের ছোড়া পাথরের আঘাতে আহত হন  বেশ কয়েকজন পুলিশকর্মী।

মঙ্গলবার অমলাপুরমে শাসক দলের এক বিধায়ক পোন্নাডা সতীশের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

অন্ধ্রের ওই পরিবহণ মন্ত্রীর নাম পিনিপি বিশ্বরুপু। তিনি অন্ধ্রের  মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মন্ত্রিসভার সদস্য। তাঁর দলেরই নেতা। বয়স ৬০। পিনিপি জগনের বাবা রাজশেখর রেড্ডির সময় থেকেই অন্ধ্রপ্রদেশের বিভিন্ন দফতরের মন্ত্রিত্ব সামলেছেন।

উল্লেখ্য, গত এপ্রিলের ৪ তারিখে পূর্ব গোদাবরী জেলা থেকে কোনাসিমাকে আলাদা করে হয়। তার পর সে রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হয়,  এই জেলার নাম দেওয়া হবে বিআর আম্বেদকর কোনাসিমা। প্রস্তাবিত নাম দিয়ে একটি নোটিফিকেশন জারি করে বলা হয়  এই নিয়ে আপত্তির কথা জানাতে। তার পরেই কোনাসিমা সাধনা সমিতির পক্ষ থেকে এই নামের বিরোধিতা করা হয়। মঙ্গলবার এই নিয়ে স্মারকলিপি জমা দিতে যাওয়ার কথা ছিল প্রতিবাদীদের। সেখান থেকেই ঝামেলা শুরু হয়।