০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

পুবের কলম ওয়েবডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাউথ ক্যালকাটা ল কলেজ। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে বন্ধের নির্দেশ জানানো হয়েছে। গত শুক্রবার সকাল থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ২৫ জুন সন্ধ্যায় কলেজের মধ্যে আইনের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা বুধবার পরীক্ষার ফর্ম ফিলাপ করতে যান। সন্ধ্যার সময় তাঁকে কলেজে ইউনিয়ন রুমে ডাকা হয়েছিল বলে জানিয়েছেন অভিযোগকারিণী। ইউনিয়ন রুমে গেলে তিন অভিযুক্ত তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। কাউকে কিছু না বলতে হুকমিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার একদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় পড়ুয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেদিনই তিন অভিযুক্তকে তিন জায়গা থেকে গ্রেফতার করা হয়।

ঘটনায় ইতিমধ্যেই পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তকারী দল কাজ শুরু করে দিয়েছেন। সিট-এর সংখ্যা বাড়ানোও হয়েছে। বর্তমানে নজন সিট সদস্য তদন্ত করছেন। নির্যাতিতা পড়ুয়া এবং তিন অভিযুক্তের ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন: সোমবার থেকে খুলতে পারে সাউথ ক্যালকাটা ল’ কলেজ, আজ রাতেই নোটিশ

পড়ুয়ার উপর নির্যাতন চলাকালীন ভিডিও তোলা হয় বলে অভিযোগ জানান নির্যাতিতা। সেই ভিডিওগুলি একটি সোশাল মিডিয়া গ্রুপে শেয়ার করা হয়েছিল বলে খবর। ওই গ্রুপে রয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং দুই সাহায্যকারী জায়েব আহমেদ, প্রমিত চট্টোপাধ্যায় ও তাদের খুব ঘনিষ্ঠ কয়েকজন। ওই গ্রুপের কেউ বাইরে ভিডিওগুলি ছড়িয়েছে কি না, সেই তথ্য পুলিশ জানার চেষ্টা করছে। তথ্য যাচাইয়ের জন্য গ্রুপের অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। পরীক্ষা করা হতে পারে তাঁদের মোবাইলও। শনিবার সন্ধ্যায় ঘটনার পুনর্নির্মাণ করা হয়। গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গর্ভনিং বডির সদস্যরা।

আরও পড়ুন: কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অনির্দিষ্টকালের জন্য সাউথ ক্যালকাটা ল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত

আপডেট : ৩০ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: অনির্দিষ্টকালের জন্য বন্ধ সাউথ ক্যালকাটা ল কলেজ। ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করে বন্ধের নির্দেশ জানানো হয়েছে। গত শুক্রবার সকাল থেকে সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ২৫ জুন সন্ধ্যায় কলেজের মধ্যে আইনের ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা বুধবার পরীক্ষার ফর্ম ফিলাপ করতে যান। সন্ধ্যার সময় তাঁকে কলেজে ইউনিয়ন রুমে ডাকা হয়েছিল বলে জানিয়েছেন অভিযোগকারিণী। ইউনিয়ন রুমে গেলে তিন অভিযুক্ত তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। কাউকে কিছু না বলতে হুকমিও দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার একদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় পড়ুয়া থানায় অভিযোগ দায়ের করেন। সেদিনই তিন অভিযুক্তকে তিন জায়গা থেকে গ্রেফতার করা হয়।

ঘটনায় ইতিমধ্যেই পাঁচ সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তকারী দল কাজ শুরু করে দিয়েছেন। সিট-এর সংখ্যা বাড়ানোও হয়েছে। বর্তমানে নজন সিট সদস্য তদন্ত করছেন। নির্যাতিতা পড়ুয়া এবং তিন অভিযুক্তের ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।

আরও পড়ুন: সোমবার থেকে খুলতে পারে সাউথ ক্যালকাটা ল’ কলেজ, আজ রাতেই নোটিশ

পড়ুয়ার উপর নির্যাতন চলাকালীন ভিডিও তোলা হয় বলে অভিযোগ জানান নির্যাতিতা। সেই ভিডিওগুলি একটি সোশাল মিডিয়া গ্রুপে শেয়ার করা হয়েছিল বলে খবর। ওই গ্রুপে রয়েছে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং দুই সাহায্যকারী জায়েব আহমেদ, প্রমিত চট্টোপাধ্যায় ও তাদের খুব ঘনিষ্ঠ কয়েকজন। ওই গ্রুপের কেউ বাইরে ভিডিওগুলি ছড়িয়েছে কি না, সেই তথ্য পুলিশ জানার চেষ্টা করছে। তথ্য যাচাইয়ের জন্য গ্রুপের অন্য সদস্যদের পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। পরীক্ষা করা হতে পারে তাঁদের মোবাইলও। শনিবার সন্ধ্যায় ঘটনার পুনর্নির্মাণ করা হয়। গোটা পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য আইন কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন গর্ভনিং বডির সদস্যরা।

আরও পড়ুন: কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়