২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমকামী প্যারেড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সার্বিয়ায়

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার
  • / 53

 

 

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

 

আরও পড়ুন: সার্বিয়ায় বন্দুক হামলায় নিহত ৮

 

আরও পড়ুন: সার্বিয়ার উপর চাপ দিক আন্তর্জাতিক সম্প্রদায়

পুবের কলম ওয়েবডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আয়োজিত হতে চলা একটি গে প্রাইড প্যারেডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবারের এই বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার ধর্মীয় ও ডানপন্থী কর্মী। এতে অংশগ্রহণকারীরা কর্তৃপক্ষের কাছে গে প্রাইড প্যারেডের পরিকল্পনা নিষিদ্ধের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা সার্বিয়ার একটি বিশাল পতাকা বহন করছিল। এ সময় জাতীয়তাবাদী ও ডানপন্থী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। সার্বিয়ার দীর্ঘ দিনের মিত্র রাশিয়ার পক্ষেও স্লোগান দেয় অনেকে। সার্বিয়ান অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক পোরফিরিজে বলেছেন, ‘ইউরোপ্রাইড নামের ওই গে প্রাইড প্যারেড ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে।’ সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘তারা বিয়ে ও পরিবারের পবিত্রতাকে অপমান করতে চায় এবং বিয়ের বিকল্প হিসাবে একটি অপ্রাকৃতিক মিলন চাপিয়ে দিতে চায়।’ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ বলেছেন, ‘পরিকল্পিত ওই প্যারেডের বিরুদ্ধে হুমকি এসেছে এবং এটি বন্ধ করা উচিত কিনা সেটি পুলিশের উপর নির্ভর করে।’ এলজিবিটি এবং অধিকার গোষ্ঠীগুলো বলছে, কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিলেও তারা আগামী শনিবার মার্চ করবে। সার্বিয়ায় সমকামিতা বৈধ, কিন্তু সমকামী বিবাহ অনুমোদিত নয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমকামী প্যারেড নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সার্বিয়ায়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, সোমবার

 

 

আরও পড়ুন: বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

 

আরও পড়ুন: সার্বিয়ায় বন্দুক হামলায় নিহত ৮

 

আরও পড়ুন: সার্বিয়ার উপর চাপ দিক আন্তর্জাতিক সম্প্রদায়

পুবের কলম ওয়েবডেস্ক: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে আয়োজিত হতে চলা একটি গে প্রাইড প্যারেডের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রবিবারের এই বিক্ষোভে অংশ নেয় কয়েক হাজার ধর্মীয় ও ডানপন্থী কর্মী। এতে অংশগ্রহণকারীরা কর্তৃপক্ষের কাছে গে প্রাইড প্যারেডের পরিকল্পনা নিষিদ্ধের দাবি জানিয়েছে। বিক্ষোভকারীরা সার্বিয়ার একটি বিশাল পতাকা বহন করছিল। এ সময় জাতীয়তাবাদী ও ডানপন্থী নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেয়। সার্বিয়ার দীর্ঘ দিনের মিত্র রাশিয়ার পক্ষেও স্লোগান দেয় অনেকে। সার্বিয়ান অর্থডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক পোরফিরিজে বলেছেন, ‘ইউরোপ্রাইড নামের ওই গে প্রাইড প্যারেড ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধকে হুমকির মুখে ফেলেছে।’ সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘তারা বিয়ে ও পরিবারের পবিত্রতাকে অপমান করতে চায় এবং বিয়ের বিকল্প হিসাবে একটি অপ্রাকৃতিক মিলন চাপিয়ে দিতে চায়।’ সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিচ বলেছেন, ‘পরিকল্পিত ওই প্যারেডের বিরুদ্ধে হুমকি এসেছে এবং এটি বন্ধ করা উচিত কিনা সেটি পুলিশের উপর নির্ভর করে।’ এলজিবিটি এবং অধিকার গোষ্ঠীগুলো বলছে, কর্তৃপক্ষ এটি বন্ধ করে দিলেও তারা আগামী শনিবার মার্চ করবে। সার্বিয়ায় সমকামিতা বৈধ, কিন্তু সমকামী বিবাহ অনুমোদিত নয়।