মহাকাশচারী শুভাংশু শুক্লাকে নিয়ে বিশেষ আলোচনা হবে সংসদে

- আপডেট : ১৭ অগাস্ট ২০২৫, রবিবার
- / 36
পুবের কলম ওয়েবডেস্ক : প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফলভাবে ১৮ দিনের মিশন সম্পন্ন করে রবিবার সকালে দেশে ফিরেছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। দেশের মাটিতে পা রাখা মাত্রই তাঁকে দেওয়া হচ্ছে বিরল সম্মান।
দিল্লি বিমানবন্দরে রাজকীয় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। সংসদেও ভারতের এই গর্বকে নিয়ে আলোচনা করার জন্য আনা হচ্ছে এক বিশেষ প্রস্তাব। আরও জানা গিয়েছে যে, আলোচনার বিষয় হবে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাত্রা এবং বিকশিত ভারতের জন্য মহাকাশ গবেষণায় অনস্বীকার্য অবদান সংক্রান্ত।
এই আলোচনায় শাসক-বিরোধী দুই পক্ষই অংশ নিতে পারেন বলেও মনে করা হচ্ছে। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন শুভাংশু শুক্লা। সেখানে গগনযান মিশনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা দুজনের মধ্যে। লখনউয়ের বাসিন্দা শুভাংশু গত এক বছরে নাসা, অ্যাক্সিওম এবং স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন।
অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তাঁর এই যাত্রা ভারতের মহাকাশ এক নতুন ইতিহাস রচনা করেছে। শুভাংশু নিজেও মনে করেন, তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত নয়, ভারতের সাফল্যও বটে।