বিপর্যস্ত উত্তরবঙ্গ: দলমত ভুলে মানুষের পাশে থাকার বার্তা সেলিম, শমীক, শুভঙ্করের

- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 90
পুবের কলম ওয়েবডেস্ক: টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তরবঙ্গ। শনিবার রাতভর প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছে। মারা গিয়েছে প্রায় এক ডজন। ধসের ফলে বন্ধ বহু রাস্তা। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, ফলে স্থানীয়দের পাশাপাশি হোটেলগুলিতে আটকে পড়েছেন বহু পর্যটক। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি পরিস্থিতির নজর রাখছে। এই অবস্থায় রাজনীত ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছেন বিরোধী দলের নেতারা।
রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার থেকে শুরু করেন সিপিএমের রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, সকলেই মানুষের পাশে থাকার বার্তা দিয়েছেন। এ দিন এক বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, উত্তরবঙ্গের বিধ্বংসী প্রাকৃতিক বিপর্যয়ে আমরা উদ্বিগ্ন। বহু জীবনহানি এবং আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা উত্তরবঙ্গের সমস্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতিদের ইতিমধ্যে নির্দেশ পাঠিয়েছি যে, আমাদের সাধ্য অনুযায়ী দুর্গতদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, ত্রাণ বন্টনের ক্ষেত্রে কোনোরকম দলবাজি যেন না হয়, সে বিষয় নিশ্চিত করতে হবে। আমরা স্থানীয় কংগ্রেস নেতৃত্বকেও বলছি, প্রশাসনের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ স্থাপন করে চলুন। দুর্গত মানুষের কথা ভেবে তার বার্তা, এই দুর্যোগের সময় রাজনীতি করতে চাইনা আমরা। কিন্তু যদি মানুষের প্রতি বঞ্চনা হয়, ত্রাণ নিয়ে দলবাজি হয় তবে আমরা রাজনৈতিক ভাবেই তার মোকাবিলা করব।
অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড় বিধ্বস্ত। একের পর এক ধস নেমে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে, তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়ক পর্যন্ত। এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই কঠিন সময়ে আমরা উত্তরবঙ্গবাসীর সঙ্গে একাত্ম। ভূটানে প্রবল বর্ষণের জেরে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। এই দুর্যোগ আমাদের সকলের, এই শোক আমাদের সবার। কিন্তু আমরা হার মানব না। দলের কর্মীদের নির্দেশ দিয়ে শমীক বলেন, দলের প্রতিটি কর্মী ও শুভানুধ্যায়ীর কাছে আহ্বান , মানুষের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এ দিকে একইসুরে কথা বলেছেন সিপিআইএম নেতা মুহাম্মদ সেলিম। কেন্দ্র এবং রাজ্য সরকারকে একযোগে এই দুর্যোগ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন সাবেক সাংসদ। এ দিন উত্তরবঙ্গের বন্যায় প্রাণ হারানো সকলের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি দুর্যোগের সময়ে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েছে রেড ভলেন্টিয়ার। সবাইকে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সেলিম।
প্রসঙ্গত, সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ। জানা গিয়েছে, দুপুর তিনটের মধ্যে উত্তরবঙ্গে পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গের ডিএমদের সঙ্গে ভারচুয়াল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।