ইনামুল হক, বারাসতঃ বারাসত ক্যান্সার রিসার্চ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার হসপিটাল এর একটি ইউনিট ড.এপিজে আব্দুল কালাম ইনস্টিটিউট অব অঙ্কোলজি চালু হচ্ছে।। প্রতিষ্ঠানের সহ সম্পাদক গৌতম বসু জানালেন, এখানে এমডি সমতুল ডিএনবি কোর্সে বিনাখরচে সম্পূর্ণ দুস্থ ও মেধাবী ১৫জন ছাত্রকে পড়ানো হবে।

রবিবার বারাসতের বনমালিপুরে এই হসপিটালে ‘রক্তদান ও রক্ত সঞ্চালন বিষয়ক’ একটি জাতীয় সেমিনারে প্রতিষ্ঠানের সহসভাপতি ডা. গোপেশ্বর মুখার্জী জানান, ক্যান্সারের ট্রিটমেন্টের আগে প্রিভেনশনটাই জরুরী। তিনি জানান, এই প্রতিষ্ঠানের পথ চলা শুরু ১৯৮৫ সালের ১ জানুয়ারি। গভর্নর বিচারপতি শ্যামল সেন, জেনারেল শঙ্কর রায়চৌধুরী মতো ব্যক্তিদের উপস্থিতি এই প্রতিষ্ঠানটি এগিয়ে চলতে উৎসাহ দিয়েছে।
ধন্য হয়েছে ২০১৪ সালে ভারতের সাবেক রাষ্ট্রপতি তথা বিজ্ঞানী ড. এপিজে আব্দুল কালামের উপস্থিতিতে রেডিও থেরাপির মতো গুরুত্বপূর্ণ বিভাগের উদ্বোধনে। সহ সম্পাদক গৌতম বসু জানান, ১৯৮৭ সাল থেকে রক্তদান কর্মসূচির সূচনা করে এই প্রতিষ্ঠান। সেবছরই এখানেই একদিনে সকাল থেকে রাত এগারোটা পর্যন্ত ২০১৭ জন রেকর্ড সংখ্যক রক্তদাতার উপস্থিতি দারুণ সাড়া ফেলে। এরপর থেকে জেলার মধ্যে বহু শিবিরে নিয়মিত রক্ত সংগ্রহ করার পাশাপাশি বিভিন্ন রকম প্যাথলজিক্যাল ও ডায়াগনস্টিক পরীক্ষা করা হয় স্বল্প খরচে। রক্তদান শিবির করার জন্য এদিন ৮০ টি ক্লাব ও আয়োজক সংস্থাকে স্মারক দিয়ে সংবর্ধনা জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জয়েন্ট সেক্রেটারি ডা. পুষ্পেন্দু সেনগুপ্ত। প্রধান অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর জেনারেল অব পুলিশ ড.বি নাগারমেশ। আলোচনায় অংশগ্রহণ করেন ন্যাশনাল এসসি কমিশনের চেয়ারম্যান ড. অরুণ হালদার, ভুবনেশ্বর এইমসের ডা. সোমনাথ মুখার্জী, নিউ দিল্লির অ্যাপেলোর ডা. রাজনাথ মাকরু, ডিএসআইআর এর প্রধান ডা. বি এন সরকার, ডা. আর পি সিং, ডা. বি এন সরকার, ক্যান্সার হসপিটালের সম্পাদক রবীন্দ্রনাথ রায় প্রমুখ। সান্ধ্যকালীন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শুভাশিস চ্যাটার্জি, বিশিষ্ট সংগীত শিল্পী লোপামুদ্রা মিত্রএবং শ্রীকান্ত আচার্য। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. অর্পিতা চ্যাটার্জি।



































