০২ জানুয়ারী ২০২৬, শুক্রবার, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বর্ধমান স্টেশনে ওভারব্রীজ   ভাঙার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা সাংবাদিক বৈঠক করে জানালেন ডিআরএম   

 

 

আরও পড়ুন: ‘হুমকির শিকার হচ্ছেন,’ সাংবাদিক বৈঠক করে জানালেন এনসিবি’র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে

 

আরও পড়ুন: ‘একেন বাবু’  চলচ্চিত্রের অভিনেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন নারায়ণা হেলথ -আরএন টেগোর হাসপাতালে

আইভি আদক, হাওড়া: বর্ধমান স্টেশনে ওভারব্রীজ   ভাঙার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা।  ট্রেন বাতিলও করছে পূর্ব রেল। সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার ডিআরএম।

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কাণ্ডে গ্রেফতার  ২,  সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

 

 

 

ট্রেন বাতিলও করছে পূর্ব রেল। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান হাওড়ার ডিআরএম মনীশ জৈন। তিনি জানান, বর্ধমান স্টেশনের ওভারব্রিজ ভাঙার জন্য বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। এর ফলে ১ ও ২ নং প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

 

আপতকালীন কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন ৩, ৪, ৫ নং প্ল্যাটফর্ম দিয়ে চালান হবে। বেশিরভাগ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। কোনও লোকাল ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকবে না।

 

কিছু শাটেল ট্রেন চালানো হবে। সেগুলো কর্ড লাইনে মশাগ্রাম স্টেশন এবং শক্তিগড় স্টেশন পর্যন্ত আসবে। ওখান থেকে হাওড়া আসবে। প্রায় ৭৫ জোড়া মেল, এক্সপ্রেস বর্ধমান দিয়ে যাতায়াত করে। এর মধ্যে বেশরভাগ মেল, এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনকে ব্যান্ডেল কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এটা বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই এটা করা হচ্ছে। এই ব্রিজ থেকে লাইনের দুরত্ব বা ওভারহেড ইকুপমেন্ট(ওএইচজি)এর দুরত্ব কমে গিয়েছিল। এর ফলে বেশি উচ্চতা বিশিষ্ট মালগাড়ি বা কয়লা বোঝাই গাড়ির কয়লা হাইটেনসন তারে ঠেকে যাচ্ছিল। এর ফলে তারে কারেন্ট চলে যাচ্ছিল। এই কাজ না করা হলে বহু ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। এই কাজ করা খুবই প্রয়োজন ছিল।

তবে, মেন কাজ গত বৃহস্পতিবার হয়ে যাবে। পরে ২১ তারিখ পর্যন্ত কিছু কাজ বাকি থাকবে। এর জন্য অল্প কিছু ট্রেন বাতিল হবে। সমস্ত স্টেশনে মাইকিং করা হচ্ছে। কিছু সময়ের জন্য মানুষের সমস্যা হলেও ভবিষ্যতে মানুষের সুবিধা হবে।

পিচের ওপর যে আস্তরণ আছে সেগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। যখন স্টিল গার্ডার সরানো হবে তখন ক্রেন লাগাতে হবে। এর জন্যই নিরাপত্তার জন্য ট্রেন বন্ধ রাখতে হবে। যতগুলো মেল, এক্সপ্রেস বাতিল থাকবে তারমধ্যে গুরুত্বপূর্ণ বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, এনজিপি শতাব্দী এক্সপ্রেস এবং পাটনা-রাঁচি  শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের উপর এর কোনও প্রভাব পড়বে না।

সর্বধিক পাঠিত

রাশিয়ায় আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন, হামলা নিহত ২৪ জন নাগরিক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বর্ধমান স্টেশনে ওভারব্রীজ   ভাঙার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা সাংবাদিক বৈঠক করে জানালেন ডিআরএম   

আপডেট : ৮ ফেব্রুয়ারী ২০২৩, বুধবার

 

 

আরও পড়ুন: ‘হুমকির শিকার হচ্ছেন,’ সাংবাদিক বৈঠক করে জানালেন এনসিবি’র প্রাক্তন কর্তা সমীর ওয়াংখেড়ে

 

আরও পড়ুন: ‘একেন বাবু’  চলচ্চিত্রের অভিনেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন নারায়ণা হেলথ -আরএন টেগোর হাসপাতালে

আইভি আদক, হাওড়া: বর্ধমান স্টেশনে ওভারব্রীজ   ভাঙার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা।  ট্রেন বাতিলও করছে পূর্ব রেল। সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার ডিআরএম।

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আগ্নেয়াস্ত্র-কাণ্ডে গ্রেফতার  ২,  সাংবাদিক বৈঠকে জানালেন হাওড়ার পুলিশ কমিশনার

 

 

 

ট্রেন বাতিলও করছে পূর্ব রেল। বুধবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান হাওড়ার ডিআরএম মনীশ জৈন। তিনি জানান, বর্ধমান স্টেশনের ওভারব্রিজ ভাঙার জন্য বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হবে। এর ফলে ১ ও ২ নং প্ল্যাটফর্ম সম্পূর্ণ বন্ধ রাখা হবে।

 

আপতকালীন কিছু মেল এবং এক্সপ্রেস ট্রেন ৩, ৪, ৫ নং প্ল্যাটফর্ম দিয়ে চালান হবে। বেশিরভাগ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। কোনও লোকাল ট্রেন বর্ধমান স্টেশনে ঢুকবে না।

 

কিছু শাটেল ট্রেন চালানো হবে। সেগুলো কর্ড লাইনে মশাগ্রাম স্টেশন এবং শক্তিগড় স্টেশন পর্যন্ত আসবে। ওখান থেকে হাওড়া আসবে। প্রায় ৭৫ জোড়া মেল, এক্সপ্রেস বর্ধমান দিয়ে যাতায়াত করে। এর মধ্যে বেশরভাগ মেল, এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনকে ব্যান্ডেল কাটোয়া দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। এটা বৃহত্তর স্বার্থে এবং ভবিষ্যতের কথা চিন্তা করেই এটা করা হচ্ছে। এই ব্রিজ থেকে লাইনের দুরত্ব বা ওভারহেড ইকুপমেন্ট(ওএইচজি)এর দুরত্ব কমে গিয়েছিল। এর ফলে বেশি উচ্চতা বিশিষ্ট মালগাড়ি বা কয়লা বোঝাই গাড়ির কয়লা হাইটেনসন তারে ঠেকে যাচ্ছিল। এর ফলে তারে কারেন্ট চলে যাচ্ছিল। এই কাজ না করা হলে বহু ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। এই কাজ করা খুবই প্রয়োজন ছিল।

তবে, মেন কাজ গত বৃহস্পতিবার হয়ে যাবে। পরে ২১ তারিখ পর্যন্ত কিছু কাজ বাকি থাকবে। এর জন্য অল্প কিছু ট্রেন বাতিল হবে। সমস্ত স্টেশনে মাইকিং করা হচ্ছে। কিছু সময়ের জন্য মানুষের সমস্যা হলেও ভবিষ্যতে মানুষের সুবিধা হবে।

পিচের ওপর যে আস্তরণ আছে সেগুলো তুলে ফেলে দেওয়া হয়েছে। যখন স্টিল গার্ডার সরানো হবে তখন ক্রেন লাগাতে হবে। এর জন্যই নিরাপত্তার জন্য ট্রেন বন্ধ রাখতে হবে। যতগুলো মেল, এক্সপ্রেস বাতিল থাকবে তারমধ্যে গুরুত্বপূর্ণ বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, এনজিপি শতাব্দী এক্সপ্রেস এবং পাটনা-রাঁচি  শতাব্দী এক্সপ্রেস বাতিল করা হয়েছে। তবে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, বন্দে ভারত এক্সপ্রেসের উপর এর কোনও প্রভাব পড়বে না।