১০ মে ২০২৫, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মত্ত অবস্থায় বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব পড়ুয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার
  • / 30

পুবের কলম ওয়েবডেস্ক: ফের বিমানে প্রস্রাব কাণ্ড। এক যাত্রী প্রস্রাব করে দিলেন সহযাত্রীর গায়ে। নিউইয়র্ক-নয়া দিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। তবে সঙ্গে সঙ্গে ওই যাত্রী ক্ষমা চেয়ে নেন। যে যাত্রীর গায়ে প্রস্রাব লাগে, তিনিও অভিযোগ জানাতে রাজি ছিলেন না।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আকণ্ঠ মদ্যপান করে বিমানে উঠেছিলেন। তারপর মদের ঘোরে ঘুমের মধ্যে বিমানে প্রস্রাব করে দেয়। তা সহযাত্রীর গায়ে গিয়ে লাগে। তিনি বিষয়টি বিমানের ক্রু টিমকে জানান।

জানা গিয়েছে, নিউইয়র্ক থেকে নয়া দিল্লিগামী এএ২৯২ বিমানটি শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে  ছাড়ে। ১৪ ঘণ্টা বাদে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়া আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিতে পদক্ষেপ করেছেন। বিমানকর্মীরা প্রথমে ছাত্রের কীর্তি পাইলটকে জানান। তিনি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে বিমানটি নামলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মত্ত অবস্থায় বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাব পড়ুয়ার

আপডেট : ৫ মার্চ ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের বিমানে প্রস্রাব কাণ্ড। এক যাত্রী প্রস্রাব করে দিলেন সহযাত্রীর গায়ে। নিউইয়র্ক-নয়া দিল্লিগামী বিমানে ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন। তবে সঙ্গে সঙ্গে ওই যাত্রী ক্ষমা চেয়ে নেন। যে যাত্রীর গায়ে প্রস্রাব লাগে, তিনিও অভিযোগ জানাতে রাজি ছিলেন না।

সংবাদমাধ্যম সূত্রে খবর, আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র আকণ্ঠ মদ্যপান করে বিমানে উঠেছিলেন। তারপর মদের ঘোরে ঘুমের মধ্যে বিমানে প্রস্রাব করে দেয়। তা সহযাত্রীর গায়ে গিয়ে লাগে। তিনি বিষয়টি বিমানের ক্রু টিমকে জানান।

জানা গিয়েছে, নিউইয়র্ক থেকে নয়া দিল্লিগামী এএ২৯২ বিমানটি শুক্রবার রাত ৯টা ১৬ মিনিটে  ছাড়ে। ১৪ ঘণ্টা বাদে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ওই পড়ুয়া আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তবে বিমান কর্তৃপক্ষ বিষয়টিতে পদক্ষেপ করেছেন। বিমানকর্মীরা প্রথমে ছাত্রের কীর্তি পাইলটকে জানান। তিনি দিল্লি বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলে বিষয়ে অভিযোগ জানান। দিল্লিতে বিমানটি নামলে অভিযুক্ত ছাত্রকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। তাঁকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে দিল্লি পুলিশ।