০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নচাপের জের: কলকাতা সহ উত্তর ও দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

ইমামা খাতুন
  • আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার
  • / 172

পুবের কলম ওয়েব ডেস্ক: বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস? দেখে নিন এক নজরে!

 

আরও পড়ুন: বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে

উল্লেখ্য,উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত।আর সেই ঘূর্ণাবর্তই শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই রবিবার থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে, হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।তবে আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। আজ দিনভর কলকাতা এবং আশে পাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই হালকা পশলা বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: এমএসএমই-তে মহিলাদের নেতৃত্বদানে এক নম্বরে বাংলা

 

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়।সেগুলি হল দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে রাজ্য প্রশাসন। এ ছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সেই সঙ্গে উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

 

তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে বলেই খবর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভবনা নেই। তবে, বৃষ্টির জেরে কিছুটা কমবে বলেই আশা করছে হাওয়া অফিস।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিম্নচাপের জের: কলকাতা সহ উত্তর ও দক্ষিণ বঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: বিগত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বিক্ষিপ্তভাবে মাঝারি এবং ভারী বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে মানুষ। নিম্নচাপের কারণে রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। কেমন থাকবে রাজ্যের আজকের আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস? দেখে নিন এক নজরে!

 

আরও পড়ুন: বাংলার হজ আবেদনকারীদের সংখ্যা ২০২৬-এ আরও কমে যাচ্ছে

উল্লেখ্য,উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল ঘূর্ণাবর্ত।আর সেই ঘূর্ণাবর্তই শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার জেরেই রবিবার থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভবনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে, হাওয়া অফিস জানিয়েছে, উত্তর ও দক্ষিণ উভয় বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।তবে আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা ছিল। আজ দিনভর কলকাতা এবং আশে পাশের এলাকাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সকাল থেকেই হালকা পশলা বৃষ্টি হচ্ছে বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: এমএসএমই-তে মহিলাদের নেতৃত্বদানে এক নম্বরে বাংলা

 

আরও পড়ুন: সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

তবে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সাতটি জেলায়।সেগুলি হল দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। এ ছাড়া উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারেও রবিবার ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে রাজ্য প্রশাসন। এ ছাড়া দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণাতেও বজ্রবিদ্যুত্‍-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদেরা। সেই সঙ্গে উপকূল এলাকাগুলিতে ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে হাওয়া অফিস।

 

তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হবে বলেই খবর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ। আপাতত তাপমাত্রা বাড়ার কোনও সম্ভবনা নেই। তবে, বৃষ্টির জেরে কিছুটা কমবে বলেই আশা করছে হাওয়া অফিস।