১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর মরশুমে দেদার বিক্রি দূর্বা ঘাসের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
  • / 37

পুবের কলম ওয়েব ডেস্ক: দূর্বা ঘাস৷ পায়ের তলায় মাড়িয়ে চলে যান৷ তবে এবার পুজোর সময় তারই দরকার যেন বেশি৷ হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চলছে তার রমরমা বেচাকেনা৷ কলকাতার আশেপাশের গ্রাম অঞ্চল থেকে মহিলারা ডালিতে দূর্বাঘাস সাজিয়ে বসে রয়েছেন৷ এক আঁটির দাম ৫ টাকা৷ কেউ কেউ দাম হাঁকছেন দু-আঁটিতে পনেরো৷ এই মহিলারা কেউ এসেছেন ব্রিজ পেরিয়ে হাওড়ার কোনও গ্রাম থেকে৷ আবার কেউ এসেছেন হুগলি, ২৪ পরগনা থেকে৷ মহিলাদের মধ্যে হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষই রয়েছেন৷ বাংলার চিরপরিচিত এক অর্থনৈতিক সম্প্রীতির ছবি৷

দূর্বা ঘাসের সঙ্গে বিক্রি হচ্ছে ধানের শিষ, বেল পাতাও৷ এক আঁটি বেলপাতার দাম ২০-৩০ টাকা৷ ক্ষেত্র বিশেষে সেই দাম অনেকে কমাচ্ছেনও৷ বেলপাতার মালা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়৷ বছরের এই পুজোর সময়টাতেই এমন অবহেলার দূর্বাঘাস, বেলপাতার বিক্রি ওঠে তুঙ্গে৷ আর তা বেচে দু-পয়সা আয় করেন এইসব মহিলারা৷

আরও পড়ুন: বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

আরও পড়ুন: ১২৬ টাকায় বিক্রি হল মার্কিন ব্যাঙ্কের শাখা!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর মরশুমে দেদার বিক্রি দূর্বা ঘাসের

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দূর্বা ঘাস৷ পায়ের তলায় মাড়িয়ে চলে যান৷ তবে এবার পুজোর সময় তারই দরকার যেন বেশি৷ হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চলছে তার রমরমা বেচাকেনা৷ কলকাতার আশেপাশের গ্রাম অঞ্চল থেকে মহিলারা ডালিতে দূর্বাঘাস সাজিয়ে বসে রয়েছেন৷ এক আঁটির দাম ৫ টাকা৷ কেউ কেউ দাম হাঁকছেন দু-আঁটিতে পনেরো৷ এই মহিলারা কেউ এসেছেন ব্রিজ পেরিয়ে হাওড়ার কোনও গ্রাম থেকে৷ আবার কেউ এসেছেন হুগলি, ২৪ পরগনা থেকে৷ মহিলাদের মধ্যে হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষই রয়েছেন৷ বাংলার চিরপরিচিত এক অর্থনৈতিক সম্প্রীতির ছবি৷

দূর্বা ঘাসের সঙ্গে বিক্রি হচ্ছে ধানের শিষ, বেল পাতাও৷ এক আঁটি বেলপাতার দাম ২০-৩০ টাকা৷ ক্ষেত্র বিশেষে সেই দাম অনেকে কমাচ্ছেনও৷ বেলপাতার মালা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়৷ বছরের এই পুজোর সময়টাতেই এমন অবহেলার দূর্বাঘাস, বেলপাতার বিক্রি ওঠে তুঙ্গে৷ আর তা বেচে দু-পয়সা আয় করেন এইসব মহিলারা৷

আরও পড়ুন: বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

আরও পড়ুন: ১২৬ টাকায় বিক্রি হল মার্কিন ব্যাঙ্কের শাখা!