০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর মরশুমে দেদার বিক্রি দূর্বা ঘাসের

ইমামা খাতুন
  • আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার
  • / 111

পুবের কলম ওয়েব ডেস্ক: দূর্বা ঘাস৷ পায়ের তলায় মাড়িয়ে চলে যান৷ তবে এবার পুজোর সময় তারই দরকার যেন বেশি৷ হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চলছে তার রমরমা বেচাকেনা৷ কলকাতার আশেপাশের গ্রাম অঞ্চল থেকে মহিলারা ডালিতে দূর্বাঘাস সাজিয়ে বসে রয়েছেন৷ এক আঁটির দাম ৫ টাকা৷ কেউ কেউ দাম হাঁকছেন দু-আঁটিতে পনেরো৷ এই মহিলারা কেউ এসেছেন ব্রিজ পেরিয়ে হাওড়ার কোনও গ্রাম থেকে৷ আবার কেউ এসেছেন হুগলি, ২৪ পরগনা থেকে৷ মহিলাদের মধ্যে হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষই রয়েছেন৷ বাংলার চিরপরিচিত এক অর্থনৈতিক সম্প্রীতির ছবি৷

দূর্বা ঘাসের সঙ্গে বিক্রি হচ্ছে ধানের শিষ, বেল পাতাও৷ এক আঁটি বেলপাতার দাম ২০-৩০ টাকা৷ ক্ষেত্র বিশেষে সেই দাম অনেকে কমাচ্ছেনও৷ বেলপাতার মালা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়৷ বছরের এই পুজোর সময়টাতেই এমন অবহেলার দূর্বাঘাস, বেলপাতার বিক্রি ওঠে তুঙ্গে৷ আর তা বেচে দু-পয়সা আয় করেন এইসব মহিলারা৷

আরও পড়ুন: বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

আরও পড়ুন: ১২৬ টাকায় বিক্রি হল মার্কিন ব্যাঙ্কের শাখা!

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর মরশুমে দেদার বিক্রি দূর্বা ঘাসের

আপডেট : ৩ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম ওয়েব ডেস্ক: দূর্বা ঘাস৷ পায়ের তলায় মাড়িয়ে চলে যান৷ তবে এবার পুজোর সময় তারই দরকার যেন বেশি৷ হাওড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চলছে তার রমরমা বেচাকেনা৷ কলকাতার আশেপাশের গ্রাম অঞ্চল থেকে মহিলারা ডালিতে দূর্বাঘাস সাজিয়ে বসে রয়েছেন৷ এক আঁটির দাম ৫ টাকা৷ কেউ কেউ দাম হাঁকছেন দু-আঁটিতে পনেরো৷ এই মহিলারা কেউ এসেছেন ব্রিজ পেরিয়ে হাওড়ার কোনও গ্রাম থেকে৷ আবার কেউ এসেছেন হুগলি, ২৪ পরগনা থেকে৷ মহিলাদের মধ্যে হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষই রয়েছেন৷ বাংলার চিরপরিচিত এক অর্থনৈতিক সম্প্রীতির ছবি৷

দূর্বা ঘাসের সঙ্গে বিক্রি হচ্ছে ধানের শিষ, বেল পাতাও৷ এক আঁটি বেলপাতার দাম ২০-৩০ টাকা৷ ক্ষেত্র বিশেষে সেই দাম অনেকে কমাচ্ছেনও৷ বেলপাতার মালা বিক্রি হচ্ছে ১০-১৫ টাকায়৷ বছরের এই পুজোর সময়টাতেই এমন অবহেলার দূর্বাঘাস, বেলপাতার বিক্রি ওঠে তুঙ্গে৷ আর তা বেচে দু-পয়সা আয় করেন এইসব মহিলারা৷

আরও পড়ুন: বিশ্বে প্রতি সেকেন্ডে বিক্রি হচ্ছে ১০টি এসি

আরও পড়ুন: ১২৬ টাকায় বিক্রি হল মার্কিন ব্যাঙ্কের শাখা!