SSC Scam Probe: কলকাতা-মুর্শিদাবাদ-বীরভূমে ইডির অভিযান

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 376
পুবের কলম ওয়েবডেস্ক: এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ফের বড়সড় অভিযান শুরু করেছে ইডি। সোমবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ইডির বিভিন্ন দল মুর্শিদাবাদ ও বীরভূমে হানা দিয়েছে। মুর্শিদাবাদের আন্দিতে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চলছে। জানা গিয়েছে, জীবনকৃষ্ণ সাহা বাড়িতেই আছেন এবং তাঁকে ইডি আধিকারিকেরা জিজ্ঞাসাবাদ করছেন। পাশাপাশি রঘুনাথগঞ্জে তাঁর শ্বশুরবাড়ি এবং স্ত্রী টগর সাহার পিয়ারাপুরের বাড়িতেও তল্লাশি চলছে।
বীরভূমের সাঁইথিয়ায় ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে ইডির অভিযান ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মায়া সাহা জীবনকৃষ্ণের পিসি। বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। প্রধান ফটক আংশিক খোলা থাকলেও মায়াকে এখনও বাইরে দেখা যায়নি। ইডি সূত্রে খবর, কলকাতাতেও একাধিক স্থানে তল্লাশি চালানো হচ্ছে।
এছাড়া মহিষ গ্রামের ব্যাঙ্ককর্মী রাজেশ ঘোষের বাড়িতেও ইডির তল্লাশি চলছে। আন্দিতে জীবনকৃষ্ণ সাহার গ্রামের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দু’টি গাড়ি নিয়ে ইডির পাঁচ সদস্যের একটি দল সকাল সকাল বাড়িতে প্রবেশ করে। সূত্রের দাবি, তদন্তকারীরা বিধায়কের বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।
উল্লেখযোগ্য, ২০২৩ সালের ১৭ এপ্রিল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে তাঁর বাড়িতে তল্লাশি চালানো হলে অভিযোগ ওঠে, প্রমাণ নষ্ট করতে তিনি নিজের দু’টি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলেন। দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়ে তা উদ্ধার করা হয়েছিল। প্রায় ১৩ মাস জেল হেফাজতের পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তিনি। এবার ফের তাঁর বাড়ি এবং ঘনিষ্ঠদের উপর ইডির নজরদারি ঘনীভূত হলো।