০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে লোনভিত্তিক চিনা অ্যাপের দফতরে ইডি’র হানা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার
  • / 34

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতে লোনভিত্তিক চিনা অ্যাপগুলির মাধ্যমে ক্রমশই বেটিং চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার এই চিনা লোন অ্যাপগুলির  হানা দিল ইডি। বহুল প্রচলিত পে টিএম, রেজারপে, ক্যাশফ্রি নামের লোন ভিত্তিক চাইনিজ অ্যাপগুলিতে এবার অভিযান চালালো ইডি। শনিবার ইডির তরফ থেকে এই অভিযান চালানো হয়। এর মধ্যে কয়েকটি সংস্থা বেটিং এর সঙ্গে যুক্ত।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা লঘ্নন করে নন আর্থিক ব্যাঙ্কিং কোম্পানিগুলি এবং তাদের ফিনটেক অংশীদারদের বেনিয়ম  ঋণদানের অনুশীলনের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে তদন্ত শুরু হওয়ার পরে, এই সংস্থাগুলির মধ্যে অনেকগুলি দোকান বন্ধ করে দিয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পদ কেনার জন্য ফিনটেক সংস্থাগুলির মাধ্যমে প্রচুর পরিমাণে তহবিল সরিয়ে নিয়েছে। পরে সেগুলি বিদেশে পাচার করা হচ্ছে। আরও অভিযোগ করেছে যে এই এনবিএফসিগুলি টেলি-কলারদের নিয়োগ করেছিল যারা ব্যক্তিগত ডেটার অপব্যবহার করেছিল এবং উচ্চ সুদ নেওয়ার জন্য আপত্তিজনক ভাষা ব্যবহার করেছিল।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

২০২০ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই ধরনের চাইনিজ কোম্পানিগুলি থেকে ৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করে। সংস্থাটি দিল্লি, গুরগাঁও, মুম্বাই এবং পুনে কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে যুক্ত ১৫টি অফিসে অভিযান চালিয়েছিল।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে লোনভিত্তিক চিনা অ্যাপের দফতরে ইডি’র হানা

আপডেট : ৩ সেপ্টেম্বর ২০২২, শনিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতে লোনভিত্তিক চিনা অ্যাপগুলির মাধ্যমে ক্রমশই বেটিং চক্র মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার এই চিনা লোন অ্যাপগুলির  হানা দিল ইডি। বহুল প্রচলিত পে টিএম, রেজারপে, ক্যাশফ্রি নামের লোন ভিত্তিক চাইনিজ অ্যাপগুলিতে এবার অভিযান চালালো ইডি। শনিবার ইডির তরফ থেকে এই অভিযান চালানো হয়। এর মধ্যে কয়েকটি সংস্থা বেটিং এর সঙ্গে যুক্ত।

রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা লঘ্নন করে নন আর্থিক ব্যাঙ্কিং কোম্পানিগুলি এবং তাদের ফিনটেক অংশীদারদের বেনিয়ম  ঋণদানের অনুশীলনের আশ্রয় নিয়েছে বলে অভিযোগ। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে তদন্ত শুরু হওয়ার পরে, এই সংস্থাগুলির মধ্যে অনেকগুলি দোকান বন্ধ করে দিয়েছে এবং ক্রিপ্টোকারেন্সি সম্পদ কেনার জন্য ফিনটেক সংস্থাগুলির মাধ্যমে প্রচুর পরিমাণে তহবিল সরিয়ে নিয়েছে। পরে সেগুলি বিদেশে পাচার করা হচ্ছে। আরও অভিযোগ করেছে যে এই এনবিএফসিগুলি টেলি-কলারদের নিয়োগ করেছিল যারা ব্যক্তিগত ডেটার অপব্যবহার করেছিল এবং উচ্চ সুদ নেওয়ার জন্য আপত্তিজনক ভাষা ব্যবহার করেছিল।

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

২০২০ সালের আগস্ট মাসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এই ধরনের চাইনিজ কোম্পানিগুলি থেকে ৪৭ কোটি টাকা বাজেয়াপ্ত করে। সংস্থাটি দিল্লি, গুরগাঁও, মুম্বাই এবং পুনে কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে যুক্ত ১৫টি অফিসে অভিযান চালিয়েছিল।

আরও পড়ুন: করোনা পরবর্তী ভারতে একাকীত্ব বড় সমস্যা! শহুরে যুবক-যুবতীরা বেশি ভুগছেন একাকীত্বে! রিপোর্টে প্রকাশিত

আরও পড়ুন: ফ্রান্সের পর প্রথম ভারতে তৈরি হবে ফ্যালকন জেট