ষাঁড়ের গুঁতোয় জখম বৃদ্ধ হাসপাতালে চিকিৎসাধীন
- আপডেট : ১০ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 144
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: ষাঁড়ের গুঁতোয় গুরুতর জখম হলেন এক বৃদ্ধ।বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। বৃদ্ধ’র পেটের বাম দিকে শিং ঢুকিয়ে দেয় ষাঁড়টি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে বারুইপুর থানার অন্তর্গত বেলেগাছি পঞ্চায়েতের দক্ষিণ ঘোলা গ্রাম। গ্রামেরই বাসিন্দা গৌর ঢালি।তাঁর কয়েকটি গোরু রয়েছে। বধুবার গোরু গুলো মাঠে বেঁধে চরাচ্ছিলেন। প্রবল বৃষ্টিপাতের জন্য বিকাল নাগাদ গোরুগুলো আনতে মাঠে গিয়েছিলেন। সেই সময় স্থানীয় আশ্রমের একটি ষাঁড় মাঠে চরছিল। আচমকা গৌর ঢালি কে আক্রমণ করে। বৃদ্ধ গৌরের পেটে শিং ঢুকিয়ে তুলে আছাড় মারে। ঘটনায় গুরুতর জখম হয় ওই বৃদ্ধ। স্থানীয়রা দেখতে পেয়ে ওই বৃদ্ধকে ষাঁড়ের কবল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখান ওই বৃদ্ধ’র শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করেন।
ঘটনা প্রসঙ্গে আক্রান্ত বৃদ্ধ’র আত্মীয় শ্যামল ঢালি জানিয়েছেন, ‘বৃষ্টি হচ্ছিল। মাঠে গোরু আনতে গিয়েছিল গৌর ঢালি।অতর্কিত আশ্রমের ষাঁড়টি পেটে শিং ঢুকিয়ে দিয়ে তুলে আছাড় মারলে দুর্ঘটনা ঘটে।










































