৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

‘মরে যাব তবু বিজেপির সঙ্গে জোট করব না’, স্পষ্টবার্তা নীতিশের

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির সঙ্গে কোনওভাবে জোট নয়, স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের প্রাক্তন  উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি  সাংসদের অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে নীতীশ কুমার বলেন, ‘আমি মরে যাব তবু বিজেপির সঙ্গে আর জোট করব না’।

সেই সঙ্গে নীতিশ কুমার সোমবার স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই মামলার কোনও ভিত্তিহীন নেই বলেও দাবি করেন তিনি। রবিবারই বিজেপি নেতা নীতীশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা  নীতিশ মন্ত্রিসভার সদস্য সুশীল মোদি। তাঁর অভিযোগ,  আরও একবার জোট ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বাসযোগ্যতা ভঙ্গ করেছেন নীতিশ কুমার।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ  কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে,  দল আর নীতিশের সঙ্গে জোট করবে না। দ্বারভাঙায় রাজ্য কার্যনির্বাহীর বৈঠকেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সাংসদের আক্রমণের মুখেই সরব হন নীতিশ কুমার। তির্যকবাক্যে নীতিশ বলেন, বিজেপির সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই। আমি মরে যাব, তবু তাদের সঙ্গে জোট করব না। তেজস্বী যাদব এবং তাঁর বাবা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলার জন্যই বিজেপির সঙ্গে তিনি জোট  করেছিলেন এবং সেটা একটা ভুল ছিল বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: দলবিরোধী কার্যকলাপ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিংকে বহিষ্কার করল বিজেপি

প্রসঙ্গত, বিহারে অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেন নীতিশ কুমার। বিজেপির হাত ছেড়ে কংগ্রেস, আরজেডি-কে সঙ্গে নিয়ে বিহারে মহাজোটের সরকার গড়েন নীতিশ।

আরও পড়ুন: বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল!

 

ট্যাগ :
সর্বধিক পাঠিত

খালেদা জিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘মরে যাব তবু বিজেপির সঙ্গে জোট করব না’, স্পষ্টবার্তা নীতিশের

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপির সঙ্গে কোনওভাবে জোট নয়, স্পষ্টভাবে জানিয়ে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। রাজ্যের প্রাক্তন  উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি  সাংসদের অভিযোগ সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে নীতীশ কুমার বলেন, ‘আমি মরে যাব তবু বিজেপির সঙ্গে আর জোট করব না’।

সেই সঙ্গে নীতিশ কুমার সোমবার স্পষ্টভাবে জানিয়ে দেন, রাজ্যের উপ মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, তা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এই মামলার কোনও ভিত্তিহীন নেই বলেও দাবি করেন তিনি। রবিবারই বিজেপি নেতা নীতীশ কুমারের বিহারের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলে সরব হন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা  নীতিশ মন্ত্রিসভার সদস্য সুশীল মোদি। তাঁর অভিযোগ,  আরও একবার জোট ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশ্বাসযোগ্যতা ভঙ্গ করেছেন নীতিশ কুমার।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ  কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন যে,  দল আর নীতিশের সঙ্গে জোট করবে না। দ্বারভাঙায় রাজ্য কার্যনির্বাহীর বৈঠকেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বিজেপি সাংসদের আক্রমণের মুখেই সরব হন নীতিশ কুমার। তির্যকবাক্যে নীতিশ বলেন, বিজেপির সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই। আমি মরে যাব, তবু তাদের সঙ্গে জোট করব না। তেজস্বী যাদব এবং তাঁর বাবা লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলার জন্যই বিজেপির সঙ্গে তিনি জোট  করেছিলেন এবং সেটা একটা ভুল ছিল বলেও দাবি করেন তিনি।

আরও পড়ুন: দলবিরোধী কার্যকলাপ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সিংকে বহিষ্কার করল বিজেপি

প্রসঙ্গত, বিহারে অষ্টমবারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসেন নীতিশ কুমার। বিজেপির হাত ছেড়ে কংগ্রেস, আরজেডি-কে সঙ্গে নিয়ে বিহারে মহাজোটের সরকার গড়েন নীতিশ।

আরও পড়ুন: বিহারে মুসলিম বিধায়কের সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গেল!