১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আবগারি কাণ্ড: গ্রেফতারি বিতর্কের মাঝেই সিবিআই দফতরে হাজিরা দিলেন মনীশ সিসোদিয়া  

পুবের কলম, ওয়েবডেস্ক: আবগারি কাণ্ডে সমস্ত জল্পনা-কল্পনার মাঝখানে সিবিআই দফতরে এলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সিবিআই দফতরে ঢোকার মুখে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান মনীশ।  সকালে সিসোদিয়া তাঁর দলীয় কার্যালয়ে যান সেখান থেকে তিনি রাজঘাটে যান। সিবিআই আগস্ট মাসে দিল্লির একটি বিশেষ আদালতে সিসোদিয়া এবং অন্যান্য ১৪ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) এবং ৪৭৭এ (রেকর্ডের জালিয়াতি) এবং ৭ ধারা সহ এফআইআর নথিভুক্ত করেছিল। এর আগেও সিসোদিয়ার বাড়িতে অভিযান চালায় সিবিআই। এই ঘটনায় সেই সময় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

উল্লেখ্য, দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় গতকাল দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে সমন পাঠায় সিবিআই। সকাল ১১টায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সমন পাওয়ার পর মনীশ সিসোদিয়া একটি টুইট করেছেন। টুইট বার্তায়  তিনি লেখেন, “সিবিআই আগামীকাল আমাকে (১৭  অক্টোবর) সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। সদর দফতরে হাজির হয়ে সিবিআইকে তদন্তে সার্বিক সহযোগিতা করব। সিসোদিয়ার আরও সংযোজন, সিবিআই ১৪ ঘণ্টা ধরে আমার বাড়িতে অভিযান চালিয়েছে, তাতে কিছুই বেরিয়ে আসেনি। তারা আমার ব্যাঙ্ক লকার তল্লাশি করে, কিছুই পায়নি। আমার গ্রামেও তারা কিছুই পায়নি। এখন তারা আমাকে আগামিকাল সকাল ১১টায় সিবিআই সদর দফতরে ডেকেছে।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

সূত্রের খবর মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছে সিবিআই।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: ১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক

 

 

সর্বধিক পাঠিত

দুর্নীতি দমন আইন নিয়ে সুপ্রিম কোর্টের বিভক্ত মত; মামলা যাবে বৃহত্তর বেঞ্চে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আবগারি কাণ্ড: গ্রেফতারি বিতর্কের মাঝেই সিবিআই দফতরে হাজিরা দিলেন মনীশ সিসোদিয়া  

আপডেট : ১৭ অক্টোবর ২০২২, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আবগারি কাণ্ডে সমস্ত জল্পনা-কল্পনার মাঝখানে সিবিআই দফতরে এলেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া। সিবিআই দফতরে ঢোকার মুখে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়ান মনীশ।  সকালে সিসোদিয়া তাঁর দলীয় কার্যালয়ে যান সেখান থেকে তিনি রাজঘাটে যান। সিবিআই আগস্ট মাসে দিল্লির একটি বিশেষ আদালতে সিসোদিয়া এবং অন্যান্য ১৪ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) বিভিন্ন ধারায় ১২০বি (ফৌজদারি ষড়যন্ত্র) এবং ৪৭৭এ (রেকর্ডের জালিয়াতি) এবং ৭ ধারা সহ এফআইআর নথিভুক্ত করেছিল। এর আগেও সিসোদিয়ার বাড়িতে অভিযান চালায় সিবিআই। এই ঘটনায় সেই সময় বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

উল্লেখ্য, দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় গতকাল দিল্লির উপ মুখ্যমন্ত্রীকে সমন পাঠায় সিবিআই। সকাল ১১টায় তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সমন পাওয়ার পর মনীশ সিসোদিয়া একটি টুইট করেছেন। টুইট বার্তায়  তিনি লেখেন, “সিবিআই আগামীকাল আমাকে (১৭  অক্টোবর) সদর দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে। সদর দফতরে হাজির হয়ে সিবিআইকে তদন্তে সার্বিক সহযোগিতা করব। সিসোদিয়ার আরও সংযোজন, সিবিআই ১৪ ঘণ্টা ধরে আমার বাড়িতে অভিযান চালিয়েছে, তাতে কিছুই বেরিয়ে আসেনি। তারা আমার ব্যাঙ্ক লকার তল্লাশি করে, কিছুই পায়নি। আমার গ্রামেও তারা কিছুই পায়নি। এখন তারা আমাকে আগামিকাল সকাল ১১টায় সিবিআই সদর দফতরে ডেকেছে।

আরও পড়ুন: ভগবত গীতাই দেশের ‘আসল সংবিধান’: বির্তকে অন্ধ্রের উপমুখ্যমন্ত্রী, ‘অবুঝ’ বলল কংগ্রেস

সূত্রের খবর মণীশ সিসোদিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য একটি প্রশ্নের তালিকাও তৈরি করেছে সিবিআই।

আরও পড়ুন: Trinamool protest stage: গান্ধিমূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ খুলছিল সেনা, খবর পেয়েই পৌঁছলেন মমতা

 

আরও পড়ুন: ১০৫টি ‘দেবী’ বৈদ্যুতিক বাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, সরকারি প্রকল্পে গেরুয়া রঙের ছোয়ায় বির্তক