পুবের কলম, ওয়েবডেস্ক: শনিবার প্রকাশিত হল হাই মাদ্রাসার ফল। যুগ্মভবে প্রথম হয়েছেন রতুয়া-১ ব্লকের সামসীর ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহামিদা ইয়াসমিন। তাঁর প্রাপ্ত নম্বর ৭৮০ নম্বর। ফাহামিদা বাংলায় ১০০, ইংরেজিতে ৯৪, অংক ১০০, ভৌত বিজ্ঞান ১০০, জীবন বিজ্ঞান ৯৭, ইতিহাস ৯৯, ভূগোল ৯৯, ইসলাম পরিচয় ৯৯ নম্বর পেয়েছেন। ফাহামিদা ভগবানপুর হাই মাদ্রাসা থেকে পরীক্ষা দিয়েছিলেন। তবে সামসী আদর্শ মিশন নামের একটি বেসরকারি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনা করতেন তিনি। ক্লাস ওয়ান থেকেই সামসী আদর্শ মিশনে পড়াশুনা করেছেন ফাহামিদা ইয়াসমিন। ফাহামিদা হাই মাদ্রাসা পরীক্ষায় রাজ্যে যুগ্মভাবে প্রথম হওয়ায় মিশনে খুশির হাওয়া।
আরও পড়ুন: এক নজরে দেখে নিন হাই মাদ্রাসার ফল
ফাহামিদার বাবা মুহাম্মদ জালালুদ্দিন একজন কাপড় ব্যবসায়ী। ভগবানপুর বাসস্ট্যান্ডে ছোট একটি কাপড়ের দোকান রয়েছে। পরিবারের সবার ছোট ফাহামিদা। বড় দাদা একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। মেজো দাদা বাবার সঙ্গে ব্যবসা দেখাশোনা করেন। ছোট দাদা ডাক্তারির জন্য প্রস্তুতি নিচ্ছেন। বোনের সাফল্যে ভীষণ খুশি পরিবারের সবাই।
ফাহামিদা জানান, ‘রেজাল্ট ভালো হবে, তা নিয়ে আশাবাদী ছিলাম। তবে প্রথম হব এটা ভাবিনি। ঘড়ি ধরে পড়িনি। যখন ভালো লাগত, তখনই পড়তাম। আমার এই সাফ্যলের পিছনে আমার পরিবার ও শিক্ষকদের অনেক অবদান। আগামীতে ইচ্ছে আছে অধ্যাপক হওয়ার।’
সামসী আদর্শ মিশনের কর্ণধার তারিকুল ইসলাম বলেন, ‘ফাহামিদা ইয়াসমিনের রেজাল্ট খুব ভালো লাগছে। সে আমাদের মিশনের সুনাম বাড়িয়েছে। মিশনের তরফে তার সাফল্য কামনা করি।’































