পুবের কলম, ওয়েবডেস্ক: রাজ্যে শেষ হয়েছে এসআইআর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। যে সমস্ত ভোটারদের তথ্যে গড়মিল রয়েছে, তাদের হিয়ারিংয়ে ডাক পড়তে শুরু করেছে। কমিশনের হিয়ারিংয়ে জেরে মর্মান্তিক ঘটনা ঘটল। সূত্রের খবর, বীরভূমে দুই পুত্র ও মেয়েকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়। সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক বৃদ্ধ বাবার। এমনই অভিযোগ সামনে এসেছে বীরভূমের সাঁইথিয়ায়। মৃতের নাম মালেক শেখ। তিনি সাঁইথিয়া থানার দক্ষিণ সৃজা গ্রামের বাসিন্দা।
পরিবার সূত্রে খবর, সংসার চালাতে দীর্ঘদিন আগে উত্তরপ্রদেশের বারাণসীতে কাজে যান মালেক। ২০১৫ সালে সেখানে ভোটার কার্ডও করেন মালেক। বাংলায় ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম নেই। হিয়ারিংয়ে সন্তানদের ডেকে পাঠানোর পর থেকেই তিনি আতঙ্কে ছিলেন বলে পরিবারের দাবি। কয়েকদিন আগে বাড়ি ফেরেন তিনি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, মালেক শেখের দুই ছেলে ও এক মেয়ের এসআইআর ফর্ম ফিলাপ করেন। কিন্তু তাঁদের নিজের, বাবা কিংবা কোনও আত্মীয়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় নাম নেই। তাঁদের তিনজনের নামে হিয়ারিংয়ের নোটিস আসে। এরপর থেকেই চিন্তায় ছিলেন মালেক। তারপরই বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মালেক শেখের মৃত্যু হয়। মৃতের এক আত্মীয় অভিযোগ করেন, মালেক শেখের মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকার ও এসআইআর দায়ী।


































