পুবের কলম ওয়েবডেস্কঃ দীর্ঘসময় পায়ে মোজা পরে থাকলে অনেকেরই পা দিয়ে দুর্গন্ধ বের হয়। অনেক সময় চুলকোতে থাকে পা। লোকজনের সামনে পড়তে হয় বিড়ম্বনায়। মোজা না পরলেও অনেকের পা ঘেমে গন্ধ বের হয়।
কি ভাবে এই সমস্যার মোকাবিলা করবেন তার জন্য রইল ঘরোয়া কিছু টোটকা।
১ কাঁচা হলুদ বাটা পায়ে চুলকানি আক্রান্ত জায়গায় লাগান। এতে সহজেই উপকার পাবেন।
২কাঁচা পেঁয়াজের রসও খুব উপকারী। কাঁচা পেঁয়াজের রস ভালো করে পায়ে লাগান। এতে চুলকানির ক্ষত তাড়াতাড়ি শুকোবে। সেই সঙ্গে পায়ের দুর্গন্ধও দূর হবে।
৩ হেনা বা মেহেন্দি কিনে আনুন। এই হেনার পেস্ট চুলের জন্য অনেকেই ব্যবহার করেন। তবে এই পেস্ট যদি পায়ে লাগান তা হলেও উপকার পাবেন।
৪ পুদিনা পাতা ও তুলসী পাতা বেটে তা পায়ের পাতায় লাগাতে পারেন। তুলসী পাতা অ্যান্টি সেপটিক হিসেবে কাজ করে। তাই এটি ব্যবহার করলে উপকার পাবেন।
৫ পায়ে ইনফেকশন হলে লেবুর রসের সঙ্গে ভিনিগার মিশিয়েও ব্যবহার করতে পারেন। এতেও উপকার পাবেন।







































