২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাঘের আক্রমণে মৎসজীবির মৃত্যু

রফিকুল হাসান
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 110

সামিম আহমেদ, পাথরপ্রতিমা: আবারও বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম শঙ্কর ভক্ত (২২)। বাড়ি পাথরপ্রতিমার দক্ষিণ দ্বারিকাপুরে। সোমবার রাতে ঘটনাটা ঘটে কলস দ্বীপের কাছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর প্রতিমার পঞ্চায়েত সমিতির দক্ষিণ দ্বারিকাপুরের বাসিন্দা বছর বাইশের শঙ্কর ভক্ত জি প্লটের সত্য দাসপুরে শ্বশুর বাড়িতে থাকত। রবিবার সেখানকার ৭ জন মৎসজীবীকে নিয়ে নৌকা করে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সোমবার সকালে তারা সমুদ্রে জাল পাতে। রাতে যখন তারা কলস দ্বীপের কাছে নোঙর করে খাওয়া-দাওয়া করছিল। সেই সময় আচমকা একটি বাঘ নৌকার পিছন দিক এসে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। 

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা

ওই সময় বাকি মৎসজীবিরা বাঘের আক্রমণ থেকে রেহায় পেলেও শঙ্করের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। প্রত্যক্ষদর্শী বাকি মৎসজীবিদের মতে, তারপর শঙ্করকে বাঘটি টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায়। বাঘের হামলায় কয়েক মুহূর্তে তারা আতঙ্কিত হয়ে পড়লেও শেষে চিৎকার চেঁচামেচি শুরু করেন তাঁরা। তাদের সঙ্গে থাকা বাঁশ, লাঠি নিয়ে মৎস্যজীবীরা ওই বাঘের দিকে তেড়ে গেলে, বাঘটি শংকরকে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের

আরও পড়ুন: সুন্দরবনের মাটিতে আপেল গাছ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাঘের আক্রমণে মৎসজীবির মৃত্যু

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

সামিম আহমেদ, পাথরপ্রতিমা: আবারও বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। মৃত মৎস্যজীবীর নাম শঙ্কর ভক্ত (২২)। বাড়ি পাথরপ্রতিমার দক্ষিণ দ্বারিকাপুরে। সোমবার রাতে ঘটনাটা ঘটে কলস দ্বীপের কাছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পাথর প্রতিমার পঞ্চায়েত সমিতির দক্ষিণ দ্বারিকাপুরের বাসিন্দা বছর বাইশের শঙ্কর ভক্ত জি প্লটের সত্য দাসপুরে শ্বশুর বাড়িতে থাকত। রবিবার সেখানকার ৭ জন মৎসজীবীকে নিয়ে নৌকা করে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সোমবার সকালে তারা সমুদ্রে জাল পাতে। রাতে যখন তারা কলস দ্বীপের কাছে নোঙর করে খাওয়া-দাওয়া করছিল। সেই সময় আচমকা একটি বাঘ নৌকার পিছন দিক এসে তাঁদের উপর ঝাঁপিয়ে পড়ে। 

আরও পড়ুন: সুন্দরবনে বাড়ল মাছরাঙার সংখ্যা

ওই সময় বাকি মৎসজীবিরা বাঘের আক্রমণ থেকে রেহায় পেলেও শঙ্করের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘটি। প্রত্যক্ষদর্শী বাকি মৎসজীবিদের মতে, তারপর শঙ্করকে বাঘটি টানতে টানতে গভীর জঙ্গলে নিয়ে যায়। বাঘের হামলায় কয়েক মুহূর্তে তারা আতঙ্কিত হয়ে পড়লেও শেষে চিৎকার চেঁচামেচি শুরু করেন তাঁরা। তাদের সঙ্গে থাকা বাঁশ, লাঠি নিয়ে মৎস্যজীবীরা ওই বাঘের দিকে তেড়ে গেলে, বাঘটি শংকরকে ছেড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাকে মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটিকে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুন: পর্যটকদের সুন্দরবনে বেড়ানোর নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ গ্রহণ সরকারের

আরও পড়ুন: সুন্দরবনের মাটিতে আপেল গাছ