১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মৎস্যজীবীদের মাছ ধরার বিএলসি পাস এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবিদের মধ্যে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার
  • / 135

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : মৎস্যজীবীদের মাছ ধরার বোট লাইসেন্স এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবি দের।১ লা জুলাই শুরু হয়েছে সুন্দরবনের নদীতে মাছ ধরার মরশুম। কিন্তু তারপর দুই সপ্তাহ হয়ে গেলেও মৎস্যজীবীরা এখনো হাতে পাননি বোট লাইসেন্স সার্টিফিকেট(বিএলসি)। তাই বাধ্য হয়ে পেটের তাগিদে বিনা লাইসেন্সেই লুকিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ছেন সুন্দরবনের অনেক মৎস্যজীবী।রাতে মাছ ধরে আনছেন কেউ, কেউ ভোরের আলো ফোটার আগেই নদীতে বেরিয়ে পড়ছেন।

মৎস্যজীবীদের মাছ ধরার বিএলসি পাস এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবিদের মধ্যে

কবে মিলবে বিএলসি, সেই প্রশ্ন ক্রমশ তীব্র হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। সপ্তাহ খানেক আগে অরন্যভবনে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে বিএলসি ও অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক হয়েছিল।সেখানে মৎস্যজীবী সংগঠন গুলি বিভিন্ন দাবিদাওয়া গুলো পেশ করেছিল।সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন,বৈঠকের কথা মত লাইসেন্স নিয়ে নির্দিষ্ট একটি অর্ডার আসবে। তার জন্যই আমরা অপেক্ষা করছি। সেই নির্দেশ আসার আগে বিএলসি ইস্যু করা যাচ্ছে না।আর এই অবস্থায় অনেক গরিবমৎস্যজীবী, যাঁরা এই মাছ ধরার উপরই নির্ভরশীল, ঝুঁকি নিয়ে লাইসেন্স ছাড়াই মাছ ধরতে যাচ্ছেন।

আরও পড়ুন: সুন্দরবনের মাটিতে আপেল গাছ

সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির এক সদস্য বুধবার বলেন,বনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাতদিন পেরিয়ে গেলেও কোন ও নির্দেশ না আসায় সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। কেউ কেউ লুকিয়ে মাছ ধরছেন। ধরা পড়লে মোটা টাকার ফাইন দিতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন,দ্রুত লাইসেন্স সংক্রান্ত নির্দেশিকা বের করা হোক।

আরও পড়ুন: আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার

আর এব্যাপারে মৎস্যজীবিরা বলেন,পেটের টানে আমাদের নদীতে মাছ ধরতে যেতে হচ্ছে। সরকারি বি এল সি পাস দ্রুত আমাদের দেওয়ার ব্যবস্থা করুক।

আরও পড়ুন: বিশ্বের বদ্বীপ সুন্দরবনের ভূমিক্ষয়

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মৎস্যজীবীদের মাছ ধরার বিএলসি পাস এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবিদের মধ্যে

আপডেট : ১৬ জুলাই ২০২৫, বুধবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,কুলতলি : মৎস্যজীবীদের মাছ ধরার বোট লাইসেন্স এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবি দের।১ লা জুলাই শুরু হয়েছে সুন্দরবনের নদীতে মাছ ধরার মরশুম। কিন্তু তারপর দুই সপ্তাহ হয়ে গেলেও মৎস্যজীবীরা এখনো হাতে পাননি বোট লাইসেন্স সার্টিফিকেট(বিএলসি)। তাই বাধ্য হয়ে পেটের তাগিদে বিনা লাইসেন্সেই লুকিয়ে মাছ ধরতে বেরিয়ে পড়ছেন সুন্দরবনের অনেক মৎস্যজীবী।রাতে মাছ ধরে আনছেন কেউ, কেউ ভোরের আলো ফোটার আগেই নদীতে বেরিয়ে পড়ছেন।

মৎস্যজীবীদের মাছ ধরার বিএলসি পাস এখনো না পাওয়ায় ক্ষোভ সুন্দরবনের মৎস্যজীবিদের মধ্যে

কবে মিলবে বিএলসি, সেই প্রশ্ন ক্রমশ তীব্র হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়। সপ্তাহ খানেক আগে অরন্যভবনে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার উপস্থিতিতে বিএলসি ও অন্যান্য ইস্যু নিয়ে বৈঠক হয়েছিল।সেখানে মৎস্যজীবী সংগঠন গুলি বিভিন্ন দাবিদাওয়া গুলো পেশ করেছিল।সুন্দরবন টাইগার রিজার্ভের এক আধিকারিক বলেন,বৈঠকের কথা মত লাইসেন্স নিয়ে নির্দিষ্ট একটি অর্ডার আসবে। তার জন্যই আমরা অপেক্ষা করছি। সেই নির্দেশ আসার আগে বিএলসি ইস্যু করা যাচ্ছে না।আর এই অবস্থায় অনেক গরিবমৎস্যজীবী, যাঁরা এই মাছ ধরার উপরই নির্ভরশীল, ঝুঁকি নিয়ে লাইসেন্স ছাড়াই মাছ ধরতে যাচ্ছেন।

আরও পড়ুন: সুন্দরবনের মাটিতে আপেল গাছ

সুন্দরবন মৎস্যজীবী রক্ষা কমিটির এক সদস্য বুধবার বলেন,বনমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাতদিন পেরিয়ে গেলেও কোন ও নির্দেশ না আসায় সমস্যায় পড়েছেন মৎস্যজীবীরা। কেউ কেউ লুকিয়ে মাছ ধরছেন। ধরা পড়লে মোটা টাকার ফাইন দিতে হবে। সরকারের কাছে আমাদের আবেদন,দ্রুত লাইসেন্স সংক্রান্ত নির্দেশিকা বের করা হোক।

আরও পড়ুন: আবার আদালতের দারস্থ সুন্দরবনের বাঘে আক্রমনে মৃত চারটি পরিবার

আর এব্যাপারে মৎস্যজীবিরা বলেন,পেটের টানে আমাদের নদীতে মাছ ধরতে যেতে হচ্ছে। সরকারি বি এল সি পাস দ্রুত আমাদের দেওয়ার ব্যবস্থা করুক।

আরও পড়ুন: বিশ্বের বদ্বীপ সুন্দরবনের ভূমিক্ষয়