চাঁদাবাজির অভিযোগ, মণিপুর থেকে গ্রেফতার ৫ নিষিদ্ধ-সংগঠনের সদস্য

- আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
- / 162
পুবের কলম,ওয়েবডেস্ক: চাঁদা তুলে অর্থ সংগ্রহের অভিযোগ। মণিপুরে ২ টি ভিন্ন নিষিদ্ধ সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার নিরাপত্তা বাহিনীর। যাঁদের মধ্যে ২ জন কিশোর। কেবি হাইকাক মাপান আওয়াং লেইকাই থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, নিষিদ্ধ প্রিপাকের তিন ক্যাডারকে কেইরাও খুনউ এবং নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (পিডব্লিউজি) দুই ক্যাডারকে কেইবি হেইকাক মাপান আওয়াং লেইকাই এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মূলত এলাকার মানুষদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা সংগ্রহের সময় তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত দুই নাবালককে জুভিনাইল আক্ট মোতাবিক আপাতত চিকিৎসা করাতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে শনিবার বিষ্ণুপুর জেলার শান্তিপুর এলাকার নেপালি বস্তিতে আরেকটি অভিযানে, নিরাপত্তা বাহিনী দুটি রাইফেল, দুটি খালি ম্যাগাজিন, সাতটি হ্যান্ডসেট, দুটি ইম্প্রোভাইজড মর্টার এবং আরও বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করেছে। বলা বাহুল্য, দুই বছর আগে মণিপুরে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনী পুরো রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। ২০২৩ সালের মে মাস থেকে মেইটাই এবং কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত সহিংসতায় ২৬০ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।