০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনকে বাঁচাতে গ্রামবাসীদের ম্যানগ্রোভ রোপনের পরামর্শ খাদ্য মন্ত্রীর

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার
  • / 46

 পুবের কলম প্রতিবেদক,বসিরহাটঃ উত্তর ২৪,পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া  ৬টি ব্লক সন্দেশখালি১,  সন্দেশখালি ২, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ,হাড়োয়া, মিনাখাঁকে বাঁচাতে পারে একমাত্র ম্যানগ্রোভ।

তাই সুন্দরবন দিবস গ্রামবাসীদের ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের গোবিন্দ কাটি নেতাজি ময়দানে  সুন্দরবন দিবস অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত   ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল, বন ওভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ , সভাপতি অর্চনা মৃধা, বিধায়ক দেবেশ মন্ডল সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের

এদিন  একদিকে ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা, মঞ্চ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুন্দরবন দিবস সূচনা করেন মন্ত্রী।

তিনি বলেন যেভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে আম্ফান ইয়াস তারপর সাম্প্রতিককালের জাওয়াদ বারবার নদী ও প্রকৃতির উপর হানা দিচ্ছে,বিপর্যয়। তাই একে রক্ষা করতে গেলে ম্যানগ্রোভ পারে সুন্দরবনকে বাঁচাতে, এদিন বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা সুন্দরী, গরান, হেতাল বান কেওড়া প্রভূতি গাছ তুলে দেয়া হয় ।পাশাপাশি এই দিন সুন্দরবনের জীবনযাত্রা বিভিন্ন চিত্র প্রদর্শনী মধ্যে তুলে ধরা হয়।তিনি একদিকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে গাছের চারা তুলে দেন, অন্যদিকে যেসব সুন্দরবনের জীবনযাত্রা চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সেগুলি ঘুরে ঘুরে দেখেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ওভূমি কর্মাধ্যক্ষ একেএম  ফারহাদ বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুন্দরবনকে আরো সবুজায়ন করে বাঁচানোর উদ্যোগ নিয়েছে তা উল্লেখ করতেই হবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তর ২৪ পরগনার চারটি ব্লকে প্রায় ছ কোটি ম্যানগ্রোভ চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবনকে বাঁচাতে গ্রামবাসীদের ম্যানগ্রোভ রোপনের পরামর্শ খাদ্য মন্ত্রীর

আপডেট : ১২ ডিসেম্বর ২০২১, রবিবার

 পুবের কলম প্রতিবেদক,বসিরহাটঃ উত্তর ২৪,পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া  ৬টি ব্লক সন্দেশখালি১,  সন্দেশখালি ২, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ ,হাড়োয়া, মিনাখাঁকে বাঁচাতে পারে একমাত্র ম্যানগ্রোভ।

তাই সুন্দরবন দিবস গ্রামবাসীদের ম্যানগ্রোভ লাগানোর পরামর্শ দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জের গোবিন্দ কাটি নেতাজি ময়দানে  সুন্দরবন দিবস অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত   ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল, বন ওভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ , সভাপতি অর্চনা মৃধা, বিধায়ক দেবেশ মন্ডল সহ জেলার প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: রেশন ব্যবস্থায় কেন্দ্রের নয়া বিধি, ১ এপ্রিল দিল্লিতে পার্লামেন্ট অভিযান ডিলার্স ফেডারেশনের

এদিন  একদিকে ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য শোভাযাত্রা, মঞ্চ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সুন্দরবন দিবস সূচনা করেন মন্ত্রী।

তিনি বলেন যেভাবে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে আম্ফান ইয়াস তারপর সাম্প্রতিককালের জাওয়াদ বারবার নদী ও প্রকৃতির উপর হানা দিচ্ছে,বিপর্যয়। তাই একে রক্ষা করতে গেলে ম্যানগ্রোভ পারে সুন্দরবনকে বাঁচাতে, এদিন বিভিন্ন প্রজাতির ম্যানগ্রোভের চারা সুন্দরী, গরান, হেতাল বান কেওড়া প্রভূতি গাছ তুলে দেয়া হয় ।পাশাপাশি এই দিন সুন্দরবনের জীবনযাত্রা বিভিন্ন চিত্র প্রদর্শনী মধ্যে তুলে ধরা হয়।তিনি একদিকে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন। তাদের হাতে গাছের চারা তুলে দেন, অন্যদিকে যেসব সুন্দরবনের জীবনযাত্রা চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সেগুলি ঘুরে ঘুরে দেখেন। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ওভূমি কর্মাধ্যক্ষ একেএম  ফারহাদ বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সুন্দরবনকে আরো সবুজায়ন করে বাঁচানোর উদ্যোগ নিয়েছে তা উল্লেখ করতেই হবে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা সহ উত্তর ২৪ পরগনার চারটি ব্লকে প্রায় ছ কোটি ম্যানগ্রোভ চারা লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সেই কাজ শুরু হয়েছে