০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের মন্তব্য নিয়ে কড়া জবাব বিদেশমন্ত্রকের

চামেলি দাস
  • আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার
  • / 146

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকালে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। মার্কিন প্রেসিডেন্টের চাপের কাছে ভারত মাথা নুইয়েছে কিনা জানতে চাওয়া হয়। জবাবে বিদেশ সচিব বলেন, “৭ মে, অপারেশন সিঁদুরের শুরু হয়। ১০ মে, সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে লাগাতার কথা হয়েছে। সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার। কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।” এর পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়।

ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির নেপথ্যে আমেরিকার চাপ? কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করবে ডোনাল্ড ট্রাম্প? সংঘর্ষ বিরতি কার্যকর হতেই উঠছিল একের পর এক প্রশ্ন। মঙ্গলবার সেই সমস্ত প্রশ্নের সপাট জবাব দিল বিদেশমন্ত্রক। সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই। মার্কিন নেতৃত্বের সঙ্গে ভারতীয় নেতৃত্বের বিস্তর আলোচনা হয়েছে। এর পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে বলেও বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন: গাজা-ইসরাইল যুদ্ধবিরতিতে আশার আলো, এক সপ্তাহের মধ্যে চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

আরও পড়ুন: গাজা সংঘর্ষবিরতি: ট্রাম্পের আশ্বাস, ইসরাইলের হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বাড়ছে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ট্রাম্পের মন্তব্য নিয়ে কড়া জবাব বিদেশমন্ত্রকের

আপডেট : ১৩ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার বিকালে সাংবাদিক সম্মেলন করেন বিদেশমন্ত্রকের সচিব রণধীর জয়সওয়াল। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতা নিয়ে প্রশ্ন তোলা হয়। মার্কিন প্রেসিডেন্টের চাপের কাছে ভারত মাথা নুইয়েছে কিনা জানতে চাওয়া হয়। জবাবে বিদেশ সচিব বলেন, “৭ মে, অপারেশন সিঁদুরের শুরু হয়। ১০ মে, সংঘর্ষবিরতি ঘোষণা পর্যন্ত আমেরিকা এবং ভারতের নেতৃত্বের মধ্যে লাগাতার কথা হয়েছে। সামরিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বারবার। কোনও আলোচনায় ব্যবসার কথা উঠে আসেনি।” এর পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়।

ভারত-পাকিস্তানের সংঘর্ষ বিরতির নেপথ্যে আমেরিকার চাপ? কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করবে ডোনাল্ড ট্রাম্প? সংঘর্ষ বিরতি কার্যকর হতেই উঠছিল একের পর এক প্রশ্ন। মঙ্গলবার সেই সমস্ত প্রশ্নের সপাট জবাব দিল বিদেশমন্ত্রক। সংঘর্ষবিরতির সঙ্গে ব্যবসার কোনও সম্পর্ক নেই। মার্কিন নেতৃত্বের সঙ্গে ভারতীয় নেতৃত্বের বিস্তর আলোচনা হয়েছে। এর পাশাপাশি কাশ্মীর নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়। কাশ্মীর দ্বিপাক্ষিক ইস্যু ছিল, আছে এবং থাকবে বলেও বার্তা দেওয়া হয়।

আরও পড়ুন: গাজা-ইসরাইল যুদ্ধবিরতিতে আশার আলো, এক সপ্তাহের মধ্যে চুক্তির ইঙ্গিত দিলেন ট্রাম্প

আরও পড়ুন: গাজা সংঘর্ষবিরতি: ট্রাম্পের আশ্বাস, ইসরাইলের হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বাড়ছে