বক্সা বনে ১০৪টি চিতল হরিণ ছাড়লো বন বিভাগ

- আপডেট : ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার
- / 12
শুভজিৎ দেবনাথ ডুয়ার্স: রাজ্য বন দফতর আলিপুরদুয়ার জেলার বক্সা টাইগার রিজার্ভ বনগুলিতে বন্যপ্রাণ থাকার উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সোমবার রাজ্যের অন্যান্য বন থেকে হরিণ এনে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেয়।
শুক্রবারের পরে, আবার সোমবার, বীরভূম জেলার বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে আনা 104টি চিতল হরিণকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন বাক্সা টাইগার রিজার্ভ পশ্চিম বিভাগের ডিএফডি প্রবীণ কাসওয়ান।
রাজ্যের বন দফতর বহুদিন ধরেই অন্য রাজ্য থেকে বাঘ আনার প্রকল্প নিয়ে কাজ করছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে। এর আগেও বনে উপযোগী পরিবেশ বাড়াতে বহুবার হরিণ এনে বাক্সে ফেলে রেখেছে। বন বিভাগের তরফে জানানো হয়েছে, ছেড়ে দেওয়া সমস্ত হরিণ চিতল প্রজাতির, যেগুলিকে বন বিভাগ রাজ্যের বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে এনে প্রকল্পের বনে ছেড়ে দিয়েছে যাতে এখানকার পরিবেশ স্বাভাবিক থাকে।
এ বিষয়ে ডিএফডি প্রবীণ কাসওয়ান বলেন, আজ আবার আমাদের রিজার্ভের রাজাভাতখাওয়া এলাকায় ১০৪টি হরিণকে ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি দুই দিন আগেও ৮৬টি হরিণ বনে ছাড়া হয়েছে, মোট ১৯০টি হরিণ বাইরে থেকে এখানে আনা হয়েছে। তিনি বলেন, এখানকার বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।