১০ অগাস্ট ২০২৫, রবিবার, ২৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ওয়েবেল সংস্থার নামে বিধাননগর পুরনিগমের জাল টেন্ডারে প্রতারণা, ধৃত ১

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার
  • / 29

পুবের কলম প্রতিবেদকঃ নামী একটি বেসরকারি সংস্থার নামে বিধাননগর পুরনিগমের ভুয়ো টেন্ডারে প্রতারনা। এই অভিযোগে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। শুক্রবার রাতে দমদম বিধানপল্লী থেকে অভিযুক্ত চন্দ্রিম ব্যানার্জি (৪৯)-কে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারীরা।

বিধাননগর পুলিশ সূত্রে খবর, ওয়েবেল টেকনোলজি লিমিটেড-এর নামে একটি ভুয়ো ই-মেল, ওয়েবসাইট ও সংস্থার লোগো কাজে লাগিয়ে বিধাননগর পুরনিগমের ইলেকট্রিক বিভাগের কাজে জন্য একটি ওয়ার্ক অর্ডার জারি করে অভিযুক্ত চন্দ্রিম ব্যানার্জি। শুধু বিধাননগর পুরনিগম নয়। আরও বেশ কয়েকটি সংস্থায় জাল ওয়ার্ক অর্ডারে ১.৭০ কোটি টাকা কাজ করে অভিযুক্তরা। প্রতারণার এই চক্রের খবর পেয়ে নড়েচড়ে বসে ওয়েবেল কর্তারা।

আরও পড়ুন: কাজের টোপ দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার প্রতারণা

ভুয়ো চক্র ঠেকাতে সংস্থার অধিকর্তা সোমনাথ চ্যাটার্জি গত বছরের আগস্ট মাসে বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হয়। অভিযুক্ত চন্দ্রিম ব্যানার্জি ও তার সহযোগি অসিত কুমার মিত্র দুই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে প্রতারণা চক্রের অন্যতম পান্ডা চন্দ্রিম ব্যানার্জিকে দমদম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। ফোনটিতে খোলা ছিল ওয়েবেলের ভুয়ো মেল আইডি। ওই মোবাইলটি জাল ওয়ার্ক অর্ডারের যাবতীয় কাজে ব্যবহৃত হতো বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, তথ্য লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বিনিয়োগ করলে ডবল রিটার্ন, ১৭০ কোটির প্রতারণায় গ্রেফতার দম্পতি

আরও পড়ুন: প্রতারণার শিকার বিশিষ্ট সংগীত শিল্পী অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ওয়েবেল সংস্থার নামে বিধাননগর পুরনিগমের জাল টেন্ডারে প্রতারণা, ধৃত ১

আপডেট : ১৯ ফেব্রুয়ারী ২০২২, শনিবার

পুবের কলম প্রতিবেদকঃ নামী একটি বেসরকারি সংস্থার নামে বিধাননগর পুরনিগমের ভুয়ো টেন্ডারে প্রতারনা। এই অভিযোগে জড়িত ১ জনকে গ্রেফতার করেছে বিধাননগর সাইবার থানার পুলিশ। শুক্রবার রাতে দমদম বিধানপল্লী থেকে অভিযুক্ত চন্দ্রিম ব্যানার্জি (৪৯)-কে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্তকারীরা।

বিধাননগর পুলিশ সূত্রে খবর, ওয়েবেল টেকনোলজি লিমিটেড-এর নামে একটি ভুয়ো ই-মেল, ওয়েবসাইট ও সংস্থার লোগো কাজে লাগিয়ে বিধাননগর পুরনিগমের ইলেকট্রিক বিভাগের কাজে জন্য একটি ওয়ার্ক অর্ডার জারি করে অভিযুক্ত চন্দ্রিম ব্যানার্জি। শুধু বিধাননগর পুরনিগম নয়। আরও বেশ কয়েকটি সংস্থায় জাল ওয়ার্ক অর্ডারে ১.৭০ কোটি টাকা কাজ করে অভিযুক্তরা। প্রতারণার এই চক্রের খবর পেয়ে নড়েচড়ে বসে ওয়েবেল কর্তারা।

আরও পড়ুন: কাজের টোপ দিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার প্রতারণা

ভুয়ো চক্র ঠেকাতে সংস্থার অধিকর্তা সোমনাথ চ্যাটার্জি গত বছরের আগস্ট মাসে বিধাননগর সাইবার পুলিশের দ্বারস্থ হয়। অভিযুক্ত চন্দ্রিম ব্যানার্জি ও তার সহযোগি অসিত কুমার মিত্র দুই ব্যক্তির নামে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে প্রতারণা চক্রের অন্যতম পান্ডা চন্দ্রিম ব্যানার্জিকে দমদম থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। ফোনটিতে খোলা ছিল ওয়েবেলের ভুয়ো মেল আইডি। ওই মোবাইলটি জাল ওয়ার্ক অর্ডারের যাবতীয় কাজে ব্যবহৃত হতো বলে জানতে পেরেছে পুলিশ। পুলিশ ধৃতদের বিরুদ্ধে প্রতারণা, তথ্য লোপাট সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন: বিনিয়োগ করলে ডবল রিটার্ন, ১৭০ কোটির প্রতারণায় গ্রেফতার দম্পতি

আরও পড়ুন: প্রতারণার শিকার বিশিষ্ট সংগীত শিল্পী অজয় চক্রবর্তীর কন্যা কৌশিকী