২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

এবার থেকে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জুন ২০২২, সোমবার
  • / 109

পুবের কলম প্রতিবেদকঃ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় বিল এনে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড কেই এবার তুলে দিচ্ছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের পর প্রায় ৬০০০ গ্রপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মধ্যে সাড়ে পাঁচ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হয়েছিল সরকারের বিভিন্ন দপ্তরে। কিন্তু তারপর থেকেই দীর্ঘদিন নিয়োগ হয়নি। অথচ এই নিয়োগকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়।

আরও পড়ুন: SSC-তে ADHAR CARD বাধ্যতামূলক

নবান্ন সূত্রে জানা গিয়েছে এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের জন্য গ্রুপ-ডি কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার উপরই আপাতত গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ভরসা রাখছে রাজ্য। এক্ষেত্রেও রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি বিল আনতে হবে সরকারপক্ষকে। যে রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে।

আরও পড়ুন: দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

আরও পড়ুন: ‘র’-এর প্রধান নিযুক্ত হলেন আইপিএস অফিসার রবি সিনহা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এবার থেকে গ্রুপ-ডি কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন

আপডেট : ৬ জুন ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিলের সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। সোমবার রাজ্য মন্ত্রিসভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের নভেম্বর মাসে রাজ্য সরকারের তরফ থেকে বিধানসভায় বিল এনে গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড কেই এবার তুলে দিচ্ছে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর গ্রুপ-ডি রিক্রুটমেন্ট বোর্ড গঠনের পর প্রায় ৬০০০ গ্রপ ডি কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তার মধ্যে সাড়ে পাঁচ হাজার গ্রুপ-ডি কর্মী নিয়োগ হয়েছিল সরকারের বিভিন্ন দপ্তরে। কিন্তু তারপর থেকেই দীর্ঘদিন নিয়োগ হয়নি। অথচ এই নিয়োগকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়।

আরও পড়ুন: SSC-তে ADHAR CARD বাধ্যতামূলক

নবান্ন সূত্রে জানা গিয়েছে এবার থেকে সরকারের বিভিন্ন দফতরের জন্য গ্রুপ-ডি কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন। রাজ্য সরকারের অধীনস্থ এই সংস্থার উপরই আপাতত গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে ভরসা রাখছে রাজ্য। এক্ষেত্রেও রাজ্য বিধানসভায় এই নিয়ে একটি বিল আনতে হবে সরকারপক্ষকে। যে রিপিল বিলের মাধ্যমে বিধানসভার অনুমতি নিয়েই গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড বাতিল করা হবে।

আরও পড়ুন: দেশে নয়া সিডিএস, প্রতিরক্ষা মন্ত্রকের দ্বিতীয় সর্বোচ্চ পদে হরি কুমার

আরও পড়ুন: ‘র’-এর প্রধান নিযুক্ত হলেন আইপিএস অফিসার রবি সিনহা