০১ ডিসেম্বর ২০২৫, সোমবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বিঘ্নেই সম্পন্ন জি.ডি. স্টাডি সার্কেলের একাদশে ভর্তির প্রবেশিকা ‘এমক্যাট’ ফল প্রকাশ ১০ এপ্রিল

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার
  • / 160

পরীক্ষাকেন্দ্রে ছাত্রীরা

পুবের কলম প্রতিবেদকঃ নির্বিঘ্নেই সম্পন্ন হল জি ডি স্টাডি সার্কেল পরিচালিত একাদশ শ্রেণির ভর্তির প্রবেশিকা মিশনস ‘কমন অ্যাডমিশন টেস্ট’ (এমক্যাট)। পতাকা শিল্প গোষ্ঠীর কর্ণধার ও রাজ্যের শিক্ষা আন্দোলনের পুরোধা জনাব মোস্তাক হোসেন প্রতিষ্ঠিত জি ডি স্টাডি সার্কেল পরিচালনায় বিভিন্ন জেলার ৫৪টি মিশন স্কুলে একাদশ শ্রেণির কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল। ২৭ মার্চ অর্থৎ রবিবার ছিল এই পরীক্ষা। রাজ্যের ৬৮টি পরীক্ষাকেন্দ্রে মোট ৫ হাজার ২০০ জন পরীক্ষা দেয়।

 

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

এক আলোচনা সভায় জি.ডি স্টাডি সার্কেলের পরিচালক জনাব সেখ নুরুল হক জানান, জি ডি স্টাডি সার্কেলের অন্তর্গত মিশনগুলিতে পড়াশোনার মান উন্নত থেকে উন্নততর হচ্ছে। প্রতি বছরই মিশন স্কুলগুলিতে ভর্তির জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে। এমক্যাট ভুক্ত সমস্ত মিশনই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত দায়িত্ব মিশনগুলি বহন করে। ফলস্বরুপ অভিভাবকদের পড়ুয়াদের পড়াশোনা বিষয়ক দুশ্চিন্তা একেবারেই থাকে না, খরচও কম। এছাড়া দুস্থ ছাত্রছাত্রীদের জন্য জনাব মোস্তাক হোসেন জি ডি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকেন।

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্সের ফল শুক্রবার

 

আরও পড়ুন: আইআইটি মাদ্রাজে ভর্তি হতে চায়, উচ্চ মাধ্যমিকের দশম স্থান পাওয়া নদিয়ার মেয়ে আনজুমা দিলরুবা

বিগত বছরগুলিতে এমক্যাট ভুক্ত মিশনগুলি পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। বিগত বছরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছে জিডি স্টাডি সার্কেলের পড়ুয়ারা , তাছাড়া বিভিন্ন ভর্তির পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নজরকাড়া সাফল্য রয়েছে এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত পাঠরত ছাত্রছাত্রীদের।

 

২০২১ সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় জি ডি অ্যাকাডেমি থেকে ৪৭ জন ছাত্রছাত্রীর মধ্যে মোট ১৭ জন এমবিবিএস এবং ১ জন বিডিএস পড়ার সুযোগ পেয়েছে। সর্বভারতীয় সর্বোচ্চ র‍্যাঙ্ক ১২৬২ এবং রাজ্যে র‍্যাঙ্ক ১০ প্রাপ্ত মুহাম্মদ সৈয়দ আখতার। জনাব মোস্তাক হোসেন সাহেব অর্থ ও সুযোগের অভাবে যাতে ছাত্রছাত্রীদের লেখাপড়া বন্ধ না হয়ে যায় তার জন্য মিশনের সম্পাদকের অনুরোধ করেছেন আসন বাড়ানোর জন্য। তিনি আরও নতুন মিশন এমক্যাট ভুক্ত করার আশ্বাস দেন, অভিভাবকদের ধন্যবাদ জানান। একদিনে একসঙ্গে এতগুলি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সমস্ত মিশনের পরিচালক মণ্ডলী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জনাব সেখ নুরুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী ১০ এপ্রিল, রবিবার ‘কলম’ পত্রিকায় পরীক্ষার ফল প্রকাশিত হবে। এছাড়াও জি.ডি. সার্কেলের ওয়েবসাইটে (www.gdstudycircle.org) ফলাফল দেখা যাবে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নির্বিঘ্নেই সম্পন্ন জি.ডি. স্টাডি সার্কেলের একাদশে ভর্তির প্রবেশিকা ‘এমক্যাট’ ফল প্রকাশ ১০ এপ্রিল

আপডেট : ২৮ মার্চ ২০২২, সোমবার

পুবের কলম প্রতিবেদকঃ নির্বিঘ্নেই সম্পন্ন হল জি ডি স্টাডি সার্কেল পরিচালিত একাদশ শ্রেণির ভর্তির প্রবেশিকা মিশনস ‘কমন অ্যাডমিশন টেস্ট’ (এমক্যাট)। পতাকা শিল্প গোষ্ঠীর কর্ণধার ও রাজ্যের শিক্ষা আন্দোলনের পুরোধা জনাব মোস্তাক হোসেন প্রতিষ্ঠিত জি ডি স্টাডি সার্কেল পরিচালনায় বিভিন্ন জেলার ৫৪টি মিশন স্কুলে একাদশ শ্রেণির কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হল। ২৭ মার্চ অর্থৎ রবিবার ছিল এই পরীক্ষা। রাজ্যের ৬৮টি পরীক্ষাকেন্দ্রে মোট ৫ হাজার ২০০ জন পরীক্ষা দেয়।

 

আরও পড়ুন: মাদ্রাসা শিক্ষা পর্ষদের নির্দেশ মেনেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন

এক আলোচনা সভায় জি.ডি স্টাডি সার্কেলের পরিচালক জনাব সেখ নুরুল হক জানান, জি ডি স্টাডি সার্কেলের অন্তর্গত মিশনগুলিতে পড়াশোনার মান উন্নত থেকে উন্নততর হচ্ছে। প্রতি বছরই মিশন স্কুলগুলিতে ভর্তির জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে আগ্রহ বেড়ে চলেছে। এমক্যাট ভুক্ত সমস্ত মিশনই আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ছাত্রছাত্রীদের পড়াশোনার সমস্ত দায়িত্ব মিশনগুলি বহন করে। ফলস্বরুপ অভিভাবকদের পড়ুয়াদের পড়াশোনা বিষয়ক দুশ্চিন্তা একেবারেই থাকে না, খরচও কম। এছাড়া দুস্থ ছাত্রছাত্রীদের জন্য জনাব মোস্তাক হোসেন জি ডি চ্যারিটেবল সোসাইটির মাধ্যমে আর্থিক সাহায্য করে থাকেন।

আরও পড়ুন: জয়েন্ট এন্ট্রান্সের ফল শুক্রবার

 

আরও পড়ুন: আইআইটি মাদ্রাজে ভর্তি হতে চায়, উচ্চ মাধ্যমিকের দশম স্থান পাওয়া নদিয়ার মেয়ে আনজুমা দিলরুবা

বিগত বছরগুলিতে এমক্যাট ভুক্ত মিশনগুলি পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। বিগত বছরে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেয়েছে জিডি স্টাডি সার্কেলের পড়ুয়ারা , তাছাড়া বিভিন্ন ভর্তির পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় নজরকাড়া সাফল্য রয়েছে এই প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত পাঠরত ছাত্রছাত্রীদের।

 

২০২১ সালে সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় জি ডি অ্যাকাডেমি থেকে ৪৭ জন ছাত্রছাত্রীর মধ্যে মোট ১৭ জন এমবিবিএস এবং ১ জন বিডিএস পড়ার সুযোগ পেয়েছে। সর্বভারতীয় সর্বোচ্চ র‍্যাঙ্ক ১২৬২ এবং রাজ্যে র‍্যাঙ্ক ১০ প্রাপ্ত মুহাম্মদ সৈয়দ আখতার। জনাব মোস্তাক হোসেন সাহেব অর্থ ও সুযোগের অভাবে যাতে ছাত্রছাত্রীদের লেখাপড়া বন্ধ না হয়ে যায় তার জন্য মিশনের সম্পাদকের অনুরোধ করেছেন আসন বাড়ানোর জন্য। তিনি আরও নতুন মিশন এমক্যাট ভুক্ত করার আশ্বাস দেন, অভিভাবকদের ধন্যবাদ জানান। একদিনে একসঙ্গে এতগুলি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নিয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সমস্ত মিশনের পরিচালক মণ্ডলী, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জনাব সেখ নুরুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী ১০ এপ্রিল, রবিবার ‘কলম’ পত্রিকায় পরীক্ষার ফল প্রকাশিত হবে। এছাড়াও জি.ডি. সার্কেলের ওয়েবসাইটে (www.gdstudycircle.org) ফলাফল দেখা যাবে।