গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৯৮, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার
- আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- / 341
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনীর নতুন হামলায় গত ২৪ ঘণ্টায় ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এতে ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৬২ জনে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একদিনে আরও ৩৮৫ জন আহত হয়েছেন। ফলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬৫ হাজার ৬৯৭ জনে।
মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরাইলি বাহিনীর গুলিতে গত একদিনে ৭ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। ২৭ মে থেকে এখন পর্যন্ত এভাবে নিহত হয়েছেন ২ হাজার ৫০৪ জন, আহত হয়েছেন ১৮ হাজার ৩৮১ জনেরও বেশি।
অন্যদিকে অনাহার ও অপুষ্টিতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে গাজায় অনাহারে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২ জনে, যার মধ্যে ১৪৬ জন শিশু। আগস্টে দুর্ভিক্ষ ঘোষণার পর থেকে অন্তত ১৫৪ জন মারা গেছেন, এদের মধ্যে ৩১ জন শিশু।
এদিকে ১৮ মার্চ যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি ভেঙে ইসরাইল ফের হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ৫১১ জন নিহত এবং ৫৩ হাজার ৬৫৬ জন আহত হয়েছেন। গাজায় সব ধরনের মানবিক সহায়তা প্রবেশ বন্ধ থাকায় সেখানে ভয়াবহ সংকট চলছে।




























