২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘প্লাস্টিক দিন ডিমভাত নিনঃ’ প্লাস্টিক বন্ধ করতে এক অভিনব উদ্যোগ

ইমামা খাতুন
  • আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার
  • / 48

পুবের কলম ওয়েবডেস্কঃ সে নো টু প্লাস্টিক”! সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ও জনসাধারণকে সচেতন করার এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের নামীদামি এক সামাজিক সংগঠন। ‘প্লাস্টিক দিন ডিমভাত নিন’-কলকাতার বাজরে বাজরে এমনটাই মাইকিং করে জোরকদমে চলছে প্রচার। ডিম-ভাতের ফয়েল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই সামাজিক সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, রাজ্যে নিষিদ্ধ ৭৫ মাইক্রোনের সিঙ্গল ইউজ প্লাস্টিক। বাজারহাটে সবজি বা মাছ কিনতে গেলে, সাধারণত এই প্লাস্টিক দিয়ে থাকেন দোকানদাররা।

আরও পড়ুন: প্লাস্টিক মুক্ত দিবস ও বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা সভা হয়ে গেল বহড়ুতে

রাজ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার করা যাবে এমন প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এমনকি নিয়ম না মানলেই হবে জরিমানা।কিন্তু কতদিন ধরে চলবে এই নজরদারি! শহরের যেখানে সেখানে পড়ে থাকা পাস্টিক স্তূপই বা সরাবে কে? সেই জন্য অভিনব উদ্যোগ নিল একটি সামাজিক সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের সংখ্যায় নয়, বড় হতে হবে মেধা ও কর্মোদ্যোগে: ফিরহাদ

আপনার মনে ইতিমধ্যেই কৌতূহল জন্মেছে কি সেই উদ্যোগ! ৫০০ গ্রাম প্লাস্টিক কুড়িয়ে আনলেই পাবে ডিম আর ভাত। হাতে হাতে ফয়েল নিয়েও ঘুরছে এক সামাজিক সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: যাত্রী হয়রানী রুখতে নয়া  উদ্যোগ রাজ্যের, হলুদ ট্যাক্সির জন্য  ‘যাত্রী সাথী’ অ্যাপ আনল পরিবহণ দফতর

আম জনতাদের সচেতন করতে খোলা রাস্তায় বা নর্দমায় প্লাস্টিক দেখলে তারা নিজেরাই সেটি তুলে নিচ্ছেন। অভিনব এই প্রচার দেখে আশেপাশের অনেকেই ছুটে আসছে। ভিড়ের একাংশ এসে প্লাস্টিক কুড়িয়ে নিয়ে এসে তাঁদের দিচ্ছেন ও খাবার সংগ্রহ করছে।

প্রসঙ্গত, পরিবেশ দূষণের জন্য মূলত দায়ী প্লাস্টিক এবং প্লাস্টিকজাত বর্জ্য। অনেকদিন ধরেই প্লাস্টিক এর ওপর নিষেধাজ্ঞা জারি করার জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্যি করে ১ জুলাই থেকে দেশজুড়ে প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘প্লাস্টিক দিন ডিমভাত নিনঃ’ প্লাস্টিক বন্ধ করতে এক অভিনব উদ্যোগ

আপডেট : ৮ জুলাই ২০২২, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্কঃ সে নো টু প্লাস্টিক”! সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে ও জনসাধারণকে সচেতন করার এক অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্যের নামীদামি এক সামাজিক সংগঠন। ‘প্লাস্টিক দিন ডিমভাত নিন’-কলকাতার বাজরে বাজরে এমনটাই মাইকিং করে জোরকদমে চলছে প্রচার। ডিম-ভাতের ফয়েল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ওই সামাজিক সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, রাজ্যে নিষিদ্ধ ৭৫ মাইক্রোনের সিঙ্গল ইউজ প্লাস্টিক। বাজারহাটে সবজি বা মাছ কিনতে গেলে, সাধারণত এই প্লাস্টিক দিয়ে থাকেন দোকানদাররা।

আরও পড়ুন: প্লাস্টিক মুক্ত দিবস ও বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা সভা হয়ে গেল বহড়ুতে

রাজ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা একবার ব্যবহার করা যাবে এমন প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ। এমনকি নিয়ম না মানলেই হবে জরিমানা।কিন্তু কতদিন ধরে চলবে এই নজরদারি! শহরের যেখানে সেখানে পড়ে থাকা পাস্টিক স্তূপই বা সরাবে কে? সেই জন্য অভিনব উদ্যোগ নিল একটি সামাজিক সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: সংখ্যালঘুদের সংখ্যায় নয়, বড় হতে হবে মেধা ও কর্মোদ্যোগে: ফিরহাদ

আপনার মনে ইতিমধ্যেই কৌতূহল জন্মেছে কি সেই উদ্যোগ! ৫০০ গ্রাম প্লাস্টিক কুড়িয়ে আনলেই পাবে ডিম আর ভাত। হাতে হাতে ফয়েল নিয়েও ঘুরছে এক সামাজিক সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন: যাত্রী হয়রানী রুখতে নয়া  উদ্যোগ রাজ্যের, হলুদ ট্যাক্সির জন্য  ‘যাত্রী সাথী’ অ্যাপ আনল পরিবহণ দফতর

আম জনতাদের সচেতন করতে খোলা রাস্তায় বা নর্দমায় প্লাস্টিক দেখলে তারা নিজেরাই সেটি তুলে নিচ্ছেন। অভিনব এই প্রচার দেখে আশেপাশের অনেকেই ছুটে আসছে। ভিড়ের একাংশ এসে প্লাস্টিক কুড়িয়ে নিয়ে এসে তাঁদের দিচ্ছেন ও খাবার সংগ্রহ করছে।

প্রসঙ্গত, পরিবেশ দূষণের জন্য মূলত দায়ী প্লাস্টিক এবং প্লাস্টিকজাত বর্জ্য। অনেকদিন ধরেই প্লাস্টিক এর ওপর নিষেধাজ্ঞা জারি করার জল্পনা চলছিল। সেই জল্পনাকে সত্যি করে ১ জুলাই থেকে দেশজুড়ে প্লাস্টিকের ওপর নিষেধাজ্ঞার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার।