নির্বাচন কমিশনের সামনে অশান্তি: শুভেন্দুকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান
- আপডেট : ১ ডিসেম্বর ২০২৫, সোমবার
- / 29
পুবের কলম, ওয়েবডেস্ক: কলকাতায় রাজ্য মুখ্য নির্বাচনি আধিকারিকের (সিইও) দপ্তরের সামনে সোমবার দেখা গেল তীব্র উত্তেজনা। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে দপ্তরে পৌঁছাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যরা, যাঁদের তৃণমূলপন্থী বলেই দাবি উঠেছে।
শুভেন্দু ও বিজেপির প্রতিনিধিদল দপ্তরের সামনে আসতেই বিক্ষোভ শুরু করেন বিএলওরা। চারদিকে ধ্বনিত হতে থাকে ‘গো ব্যাক’ স্লোগান। পাল্টা জমায়েত করেন বিজেপি কর্মী-সমর্থকরাও। মুহূর্তে দপ্তরের সামনে তৈরি হয় স্লোগান–পাল্টা স্লোগানের ধুন্ধুমার, থমথমে পরিবেশে দাঁড়িয়ে যায় গোটা এলাকা।
এদিন শুভেন্দু অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হচ্ছে এবং তৃণমূল সরাসরি হস্তক্ষেপ করছে। তিনি সিইও-র কাছে তদন্তের দাবি জানান এবং স্মারকলিপি জমা দেন। আই-প্যাকের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে তৃণমূলপন্থী বিএলওদের দাবি, কমিশন নিরপেক্ষ নয়, বিজেপির হয়ে কাজ করছে। অভিযোগ ও পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তেজনায় সোমবার সিইও দপ্তরের সামনে কার্যত ‘মিনি-বিধানসভা’-র পরিস্থিতি তৈরি হয়।


























