০৭ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর  পিচাই

ইমামা খাতুন
  • আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার
  • / 70

পুবের কলম ওয়েব ডেস্কঃ  “ভারত আমার অঙ্গ এবং আমি যেখানেই যাই, সঙ্গে নিয়ে যাই ” – পদ্মভূষণ সম্মান পেয়েই এমনটা মন্তব্য করলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর   পিচাই। চলতি সপ্তাহের শুক্রবারে  সান ফ্রান্সিসকোতে, মার্কিন  যু্ক্তরাষ্ট্রে ভারতীয় দূত তরণজিৎ সিং সান্ধুর হাতে পদ্মভূষণে ভূষিত হয়েছেন তিনি। ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অসামান্য অবদানের  জন্য তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ  অসামরিক  সম্মান প্রদান করেছে  সরকার। চলতি বছরের শুরুর দিকেই ১৭ জন পুরস্কার  প্রাপকের নাম মনোনীত করেছিলেন কেন্দ্রীয় সরকার। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন সুন্দর   পিচাই। সম্মানপ্রাপ্তির সময় তিনি বলেন, আমি ভারত সরকার ও ভারতীয় জনতার প্রতি গভীর কৃতজ্ঞ, আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। যে দেশ আমাকে গড়ে তুলেছে, সেখানে এই সম্মান পাওয়াটা আমার কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই তাকে সঙ্গে নিয়েই যাই।”

আরও পড়ুন: একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর  পিচাই

আপডেট : ৩ ডিসেম্বর ২০২২, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ  “ভারত আমার অঙ্গ এবং আমি যেখানেই যাই, সঙ্গে নিয়ে যাই ” – পদ্মভূষণ সম্মান পেয়েই এমনটা মন্তব্য করলেন গুগল এবং অ্যালফাবেটের সিইও ভারতীয় বংশোদ্ভূত সুন্দর   পিচাই। চলতি সপ্তাহের শুক্রবারে  সান ফ্রান্সিসকোতে, মার্কিন  যু্ক্তরাষ্ট্রে ভারতীয় দূত তরণজিৎ সিং সান্ধুর হাতে পদ্মভূষণে ভূষিত হয়েছেন তিনি। ব্যবসা এবং শিল্প বিভাগে পিচাইয়ের অসামান্য অবদানের  জন্য তাঁকে ভারতের তৃতীয় সর্বোচ্চ  অসামরিক  সম্মান প্রদান করেছে  সরকার। চলতি বছরের শুরুর দিকেই ১৭ জন পুরস্কার  প্রাপকের নাম মনোনীত করেছিলেন কেন্দ্রীয় সরকার। তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব হলেন সুন্দর   পিচাই। সম্মানপ্রাপ্তির সময় তিনি বলেন, আমি ভারত সরকার ও ভারতীয় জনতার প্রতি গভীর কৃতজ্ঞ, আমাকে এই সম্মানে সম্মানিত করার জন্য। যে দেশ আমাকে গড়ে তুলেছে, সেখানে এই সম্মান পাওয়াটা আমার কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ। ভারত আমার জীবনের একটা অংশ। যেখানেই যাই তাকে সঙ্গে নিয়েই যাই।”

আরও পড়ুন: একসঙ্গে ২০ টি ফোন ব্যবহার করেন গুগলের সিইও সুন্দর পিচাই