০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাঠান ছবির মুক্তিতে আপত্তি নেই জানালো “ গেরুয়া রাজ্য” গুজরাত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৮ জানুয়ারী ২০২৩, বুধবার
  • / 51

পুবের কলম ওয়েবডেস্ক: শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনিত ‘ পাঠান’ মুভিটি নিয়ে বজরং দলের হুমকি চলছেই।চলতি মাসের শুরুতেই  আহমেদাবাদের একটি মাল্টিপ্লেক্সে পাঠানের পোস্টার ছেঁড়া হয়,  চালানো হয় ভাঙচুর।

গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি বুধবার এই মাসের শেষের দিকে শাহরুখ খান-অভিনীত ‘পাঠান’ছবির  মুক্তির বিষয়ে মাল্টিপ্লেক্সগুলিতে সুরক্ষার আশ্বাস দিয়েছেন। গুজরাত মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের এর সদস্য ওয়াইড অ্যাঙ্গেল মাল্টিপ্লেক্সের জেনারেল ম্যানেজার নীরজ আহুজা সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা সোমবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাংঘভিকে চিঠি দিয়েছি। গুজরাতের মাল্টিপ্লেক্স মালিকরা বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছ থেকে সুরক্ষা দাবি করেছেন। আমরা আমাদের দাবি নিয়ে রাজ্যের মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি শহর ও জেলার পুলিশ প্রধানদের থিয়েটারগুলির সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

আহুজা আরও বলেন , বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মাল্টিপ্লেক্স মালিক ও কর্মীদের সিনেমা প্রদর্শন না করার জন্য হুমকি দিয়ে আসছে। “তাদের যদি কোনো আপত্তি থাকে, তারা দেখা করতে পারে বা সরকারের কাছে পৌঁছে দিতে পারে তাদের দাবি। , কেন আমাদের হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

আমরা শুধুমাত্র সেইসব সিনেমা স্ক্রিন করি যেগুলো সরকার অনুমোদিত বা প্রত্যয়িত (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)। আমাদের সরকার কর্তৃক সুরক্ষা দেওয়া উচিত, ”

আরও পড়ুন: উত্তর-পূর্বে লাগু হবে না অভিন্ন দেওয়ানি বিধি, আশ্বাস মন্ত্রীর

পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শুরু। ‘পাঠান’ সিনেমাতে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া বিকিনি। তাতেই এই সিনেমাটিকে অশ্লীল বলে দাগিয়ে দেন উগ্র হিন্দুত্ববাদী নেতারা। এই ঘটনার শুরুটা হয় মধ্যপ্রদেশ থেকে। যার জের ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য বিজেপি অধ্যুষিত রাজ্যে। ইতিমধ্যে এই সিনেমার পোস্টার ছেঁড়া থেকে শাহরুখ খানের পারলৌকিক ক্রিয়া— সবটা সেরে ফেলেছেন বজরংদল সহ সম মনোভাবাপন্নরা।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাঠান ছবির মুক্তিতে আপত্তি নেই জানালো “ গেরুয়া রাজ্য” গুজরাত

আপডেট : ১৮ জানুয়ারী ২০২৩, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনিত ‘ পাঠান’ মুভিটি নিয়ে বজরং দলের হুমকি চলছেই।চলতি মাসের শুরুতেই  আহমেদাবাদের একটি মাল্টিপ্লেক্সে পাঠানের পোস্টার ছেঁড়া হয়,  চালানো হয় ভাঙচুর।

গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংঘভি বুধবার এই মাসের শেষের দিকে শাহরুখ খান-অভিনীত ‘পাঠান’ছবির  মুক্তির বিষয়ে মাল্টিপ্লেক্সগুলিতে সুরক্ষার আশ্বাস দিয়েছেন। গুজরাত মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশনের এর সদস্য ওয়াইড অ্যাঙ্গেল মাল্টিপ্লেক্সের জেনারেল ম্যানেজার নীরজ আহুজা সংবাদমাধ্যমকে বলেছেন, “আমরা সোমবার মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সাংঘভিকে চিঠি দিয়েছি। গুজরাতের মাল্টিপ্লেক্স মালিকরা বিভিন্ন উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর কাছ থেকে সুরক্ষা দাবি করেছেন। আমরা আমাদের দাবি নিয়ে রাজ্যের মন্ত্রীর সঙ্গে দেখা করেছি। তিনি শহর ও জেলার পুলিশ প্রধানদের থিয়েটারগুলির সুরক্ষা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

আহুজা আরও বলেন , বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন মাল্টিপ্লেক্স মালিক ও কর্মীদের সিনেমা প্রদর্শন না করার জন্য হুমকি দিয়ে আসছে। “তাদের যদি কোনো আপত্তি থাকে, তারা দেখা করতে পারে বা সরকারের কাছে পৌঁছে দিতে পারে তাদের দাবি। , কেন আমাদের হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মন্দিরের পাশে মিলল শিশুর গলা কাটা দেহ, ভয়ঙ্কর ‘নরবলি’ গুজরাটে!

আমরা শুধুমাত্র সেইসব সিনেমা স্ক্রিন করি যেগুলো সরকার অনুমোদিত বা প্রত্যয়িত (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন)। আমাদের সরকার কর্তৃক সুরক্ষা দেওয়া উচিত, ”

আরও পড়ুন: উত্তর-পূর্বে লাগু হবে না অভিন্ন দেওয়ানি বিধি, আশ্বাস মন্ত্রীর

পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গানটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের শুরু। ‘পাঠান’ সিনেমাতে দীপিকা পাড়ুকোনের পরনে গেরুয়া বিকিনি। তাতেই এই সিনেমাটিকে অশ্লীল বলে দাগিয়ে দেন উগ্র হিন্দুত্ববাদী নেতারা। এই ঘটনার শুরুটা হয় মধ্যপ্রদেশ থেকে। যার জের ছড়িয়ে পড়ে দেশের অন্যান্য বিজেপি অধ্যুষিত রাজ্যে। ইতিমধ্যে এই সিনেমার পোস্টার ছেঁড়া থেকে শাহরুখ খানের পারলৌকিক ক্রিয়া— সবটা সেরে ফেলেছেন বজরংদল সহ সম মনোভাবাপন্নরা।