২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
আগামিকাল আরাফাত দিবস

হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 207

পুবের কলম ডেস্ক: মঙ্গলবার দিবাগত রাত থেকেই মক্কা থেকে মিনায় হজ যাত্রীদের নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে । ইতিমধ্যেই তাঁবুর শহর মিনা কে সাজিয়ে তোলা হয়েছে ।বুধবার  সকালের মধ্যেই বহু হজযাত্রী মিনায় পৌঁছে গেছেন।

বুধবার সারাদিন ধরেই চলবে মিনা যাওয়ার কার্যক্রম। বৃহস্পতিবার রয়েছে আরাফাত দিবস।রাত থেকেই থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সউদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

ইতিমধ্যেই দিন কয়েক আগে এর আগে  সউদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়া বলেছেন, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে ২০ লাখ হজযাত্রী সউদি আরবে পৌঁছেছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সউদি আরবের স্থানীয় হজযাত্রীরা। পবিত্র মক্কায় আনুষ্ঠানিকতা শেষে ইহরাম বাঁধা অবস্থায় হজযাত্রীরা বুধবার সমবেত হচ্ছেন তাঁবুর শহর মিনায়। সেখানে সারাদিন ও রাত অতিবাহিত করবেন তাঁবুতে। ইবাদত বন্দেগি করবেন।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

এরপর বৃহস্পতিবার ভোর থেকে পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। এ সময় তাদের কণ্ঠে একই সঙ্গে উচ্চারিত হবে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’।

আরও পড়ুন: কাবা শরীফে চালু বিশ্বের সবচেয়ে বড় কুলিং প্ল্যান্ট

অর্থাৎ- ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’

প্রসঙ্গত ,পবিত্র হজ পালনের জন্য দু’টুকরো কাপড়ে ইহরাম বাঁধা অবস্থায় তাদের স্রোত ছুটে যাবে পবিত্র আরাফাতের ময়দানে।

 

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামিকাল আরাফাত দিবস

হজ শুরু: তাঁবুর শহর মিনায় উপস্থিত আল্লাহর মেহমানরা

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ডেস্ক: মঙ্গলবার দিবাগত রাত থেকেই মক্কা থেকে মিনায় হজ যাত্রীদের নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে । ইতিমধ্যেই তাঁবুর শহর মিনা কে সাজিয়ে তোলা হয়েছে ।বুধবার  সকালের মধ্যেই বহু হজযাত্রী মিনায় পৌঁছে গেছেন।

বুধবার সারাদিন ধরেই চলবে মিনা যাওয়ার কার্যক্রম। বৃহস্পতিবার রয়েছে আরাফাত দিবস।রাত থেকেই থেকে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সউদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

আরও পড়ুন: লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন, সউদি আরব থেকে ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরছিল

ইতিমধ্যেই দিন কয়েক আগে এর আগে  সউদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তাওফিক আল রাবিয়া বলেছেন, এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে কমপক্ষে ২০ লাখ হজযাত্রী সউদি আরবে পৌঁছেছেন। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সউদি আরবের স্থানীয় হজযাত্রীরা। পবিত্র মক্কায় আনুষ্ঠানিকতা শেষে ইহরাম বাঁধা অবস্থায় হজযাত্রীরা বুধবার সমবেত হচ্ছেন তাঁবুর শহর মিনায়। সেখানে সারাদিন ও রাত অতিবাহিত করবেন তাঁবুতে। ইবাদত বন্দেগি করবেন।

আরও পড়ুন: হজ সমাপন করে ঘরে ফিরবেন বাংলার হাজিরা, প্রস্তুতি বৈঠক হজ কমিটির

এরপর বৃহস্পতিবার ভোর থেকে পবিত্র আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। এ সময় তাদের কণ্ঠে একই সঙ্গে উচ্চারিত হবে ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়ান্নি’মাতা লাকা ওয়ালমুলক লা শারিকা লাক’।

আরও পড়ুন: কাবা শরীফে চালু বিশ্বের সবচেয়ে বড় কুলিং প্ল্যান্ট

অর্থাৎ- ‘আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার।’

প্রসঙ্গত ,পবিত্র হজ পালনের জন্য দু’টুকরো কাপড়ে ইহরাম বাঁধা অবস্থায় তাদের স্রোত ছুটে যাবে পবিত্র আরাফাতের ময়দানে।