হাজিদের সেবায় হজ কমিটির স্বেচ্ছাসেবকরা সক্রিয়

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 32
পুবের কলম প্রতিবেদক: পবিত্র হজ পালন করে সউদি আরব থেকে ফিরলেন বাংলা ও বিহারের হাজিরা। বুধবার রাত ১টা ২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান বাংলা ও বিহারের হজযাত্রীরা। বাংলার হাজীদের মধ্যে অধিকাংশই ছিলেন নদিয়া উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, বীরভূম, কলকাতা ও হাওড়ার। তাঁদের স্বাগত জানাতে এদিন বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, রাজ্য হজ কমিটির সদস্য একেএম ফরহাদ সহ বিশিষ্ট ব্যক্তিরা।
রাজ্য হজ কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর সাড়ে আট হাজারের বেশি মানুষ পশ্চিমবঙ্গ থেকে হজ পালনে গিয়েছিলেন। তাঁদের মধ্যে ৩২১ জন হাজি বুধবার ফিরে আসেন। আগামী কয়েকদিন ধরে প্রতিদিন দুটি করে বিমান হাজিদের ফিরিয়ে আনবে কলকাতায়। তাঁদের দেশে ফেরানোর দায়িত্ব নিয়েছে স্পাইসজেট। ১৫ দিনেরও বেশি সময় ধরে এই কাজ চলবে।
ফিরে আসা হাজিরা প্রায় ৪৩ দিন মক্কা ও মদিনায় কাটিয়েছেন। হজ সম্পন্ন করে এখন তাঁরা নিজ নিজ ঘরে ফিরছেন। বিমানবন্দরে হাজিদের সঙ্গে দেখা করে এদিন তাঁদের খোঁজ খবর নিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি নিজে হাজিদের অভ্যর্থনা জানাতে এসেছেন। হাজিদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে বলে জানান তিনি। এ কে এম ফরহাদও একই কথা জানান।
রাতেও বিমানবন্দরে রাজ্য হজ কমিটির স্বেচ্ছাসেবক বাহিনী হাজিদের লাগেজ পৌঁছে দিতে দারুণ তৎপর ছিলেন। এর মধ্যে কয়েকজন মহিলা ও ছিলেন। নম্বর দুই নম্বর গেটে হাজী ভাই-বোনেদের লাগেজ পৌঁছে দিচ্ছিলেন ট্রলি করে। বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন হাজিদের আত্মীয়-স্বজনরা। গাড়ি নিয়ে এসেছেন তাদের নিয়ে যেতে। হজ কমিটির পক্ষ থেকে মাইকে তাদের নাম এবং কোন গেট দিয়ে তাদের যেতে হবে তা ঘোষণা করা হচ্ছে। সেই অনুযায়ী হাজি সাহেবরা গেটের দিকে এগিয়ে যাচ্ছেন।
নদিয়ার আলি আকবার বিশ্বাস বলেন, ইমিগ্রেশনে একটু দেরি হলেও বাকি কাজে হজ কমিটির স্বেচ্ছা সেবকরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। বিশেষ করে লাগেজ সংগ্রহ করতে এবং তা গেট পর্যন্ত পৌঁছে দিতে।একজন খাদেম বা স্বেছাসেবক মাওলানা ময়েজউদ্দিন বলেন, আমরা এই সেবা দিচ্ছি হাজিদের ভালোবেসে, সম্মান জানিয়ে। এই খেদমত করা সওয়াবের কাজ।