০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মাহবুবুলকে হেনস্থা একটা সম্প্রদায়কে অপমানঃ হাফিজ

ইমামা খাতুন
  • আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার
  • / 113

পুবের কলম,ওয়েবডেস্ক: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়, বা ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানালেন গৌহাটি হাইকোর্টের বর্ষীয়না আইনজীবী তথা অসম সিভিন সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরি।

 

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

তিনি বলেছেন, মাহবুবুল চোর ডাকাতি নন যে তাঁকে রাত দেড়টায় পুলিশ বাড়ি থেকে তুলে আনবে। মাহবুবুল হক রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাঁর হাতে গড়া বিশ্ববিদ্যালয় ন্যাক-এর ‘এ’ গ্রেড পেয়েছে। এমন একজন মানুষকে হেনস্থা করা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইশারায়, বলেন হাফিজ চৌধুরি।

আরও পড়ুন: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো ব্যবহার সংস্থার

এর পাশাপাশি হাফিজ চৌধুরির বক্তব্য, করিমগঞ্জে নিয়ে গিয়েও চরম হেনস্থা করা হয়েছে মাহবুবুল হককে। সন্ধ্যে ৬টা থেকে তাঁকে অদাালতে বসিয়ে রাখা হয়েছিল। একদল সরকারি আইনজীবী তাঁকে পুলিশের হেফাজতে পাঠানোর জন্য আদালতে আর্জি জানান। পরে রাত ১২টার সময় হককে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন: ধর্মান্তরণের অভিযোগ, একদল খ্রিস্টান’কে হেনস্থা ‘হিন্দু যুব বাহিনীর’ নেত্রীর

 

শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম, সোমে তিনটি দুর্ঘটনা মৃত ২

 

হাফিজ চৌধুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী যা করছেন, তাতে একটা সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। সেই সঙ্গেই তিনি বলেন, হকের পক্ষে তিনি আইনি লড়াই চালাবেন। অন্যদিকে, আদালতের নির্দেশে জেলেই ঠাঁই হয়েছে ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হকের। শনিবার করিমগঞ্জ আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠায়। এই মামলায় ধৃত আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মাহবুবুলকে হেনস্থা একটা সম্প্রদায়কে অপমানঃ হাফিজ

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়, বা ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হককে গ্রেফতারের তীব্র নিন্দা জানালেন গৌহাটি হাইকোর্টের বর্ষীয়না আইনজীবী তথা অসম সিভিন সোসাইটির সভাপতি হাফিজ রশিদ আহমদ চৌধুরি।

 

আরও পড়ুন: দিল্লিতে রাহুল-মহুয়াদের হেনস্থা, প্রতিবাদে রাজভবন অভিযান কংগ্রেসের

তিনি বলেছেন, মাহবুবুল চোর ডাকাতি নন যে তাঁকে রাত দেড়টায় পুলিশ বাড়ি থেকে তুলে আনবে। মাহবুবুল হক রাজ্যের একজন বিশিষ্ট শিক্ষাবিদ। তাঁর হাতে গড়া বিশ্ববিদ্যালয় ন্যাক-এর ‘এ’ গ্রেড পেয়েছে। এমন একজন মানুষকে হেনস্থা করা হচ্ছে একমাত্র মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ইশারায়, বলেন হাফিজ চৌধুরি।

আরও পড়ুন: টার্গেট পূরণ হয়নি, কর্মীদের গলায় দড়ি পরিয়ে কুকুরের মতো ব্যবহার সংস্থার

এর পাশাপাশি হাফিজ চৌধুরির বক্তব্য, করিমগঞ্জে নিয়ে গিয়েও চরম হেনস্থা করা হয়েছে মাহবুবুল হককে। সন্ধ্যে ৬টা থেকে তাঁকে অদাালতে বসিয়ে রাখা হয়েছিল। একদল সরকারি আইনজীবী তাঁকে পুলিশের হেফাজতে পাঠানোর জন্য আদালতে আর্জি জানান। পরে রাত ১২টার সময় হককে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন: ধর্মান্তরণের অভিযোগ, একদল খ্রিস্টান’কে হেনস্থা ‘হিন্দু যুব বাহিনীর’ নেত্রীর

 

শহরে বেপরোয়া বাসের দৌরাত্ম, সোমে তিনটি দুর্ঘটনা মৃত ২

 

হাফিজ চৌধুরির অভিযোগ, মুখ্যমন্ত্রী যা করছেন, তাতে একটা সম্প্রদায়কে অপমান করা হচ্ছে। সেই সঙ্গেই তিনি বলেন, হকের পক্ষে তিনি আইনি লড়াই চালাবেন। অন্যদিকে, আদালতের নির্দেশে জেলেই ঠাঁই হয়েছে ইউএসটিএম-এর আচার্য মাহবুবুল হকের। শনিবার করিমগঞ্জ আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠায়। এই মামলায় ধৃত আরও পাঁচজনকে কারাগারে পাঠানো হয়েছে।