বাঁকুড়ায় তুমুল বৃষ্টি, জ্বালানির কাঠ আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু দুই মহিলার
ইমামা খাতুন
- আপডেট :
৩ জুলাই ২০২৩, সোমবার
- / 14
পুবের কলম,ওয়েবডেস্ক: জ্বালানির কাঠ কুড়োতে গিয়ে বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার। মৃতদের মধ্যে একজন ষাট বছরের প্রৌঢ়া। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ও মৃতরা সকলেই বাঁকুড়ার গঙ্গাজলঘাটির তরকাবাইদ গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুজনের নাম চায়না লোহার (৬০) ও মায়া লোহার (৩৮)। সোমবার সকালে গ্রামের একটু দূরে জঙ্গলে জ্বালানির জন্য তাঁরা কাঠ আনতে গিয়েছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও তিনজন। কাঠ কুড়িয়ে ঘরের পথে ফেরার সময় বজ্রপাতের সঙ্গে বৃষ্টিও শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে তাঁরা একটি বড় গাছের তলায় আশ্রয় নেন। সেখানেই বিপদ ঘটে। আচমকাই ওই জায়গায় বাজ পড়ে।
বাজের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় চায়না ও মায়ার। গ্রামে খবর পৌঁছলে স্থানীয়রা বাকিদের উদ্ধার করতে ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর তিনজনকে গুরুতর আহত অবস্থায় অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। দক্ষিণবঙ্গের দু-তিনটি জেলায় সোমবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলেও জানিয়েছিল। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। তবে আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।