দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

- আপডেট : ২৩ জুলাই ২০২৫, বুধবার
- / 27
পুবের কলম প্রতিবেদক: বুধবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ছিল চড়া রোদ। একদিকে চড়া রোদ আর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল সারাদিন। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে ক্রমশ ঘনীভূত হওয়ার ফলে আজ বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার নিম্নচাপের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, চিন ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় ‘উইফা’র প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় আজ বৃহস্পতিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। আজ বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যদিকে আগামীকাল শুক্রবারও অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর।