১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা ১১ জেলায়

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার
  • / 35

পুবের কলম ওয়েবডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের সক্রিয় নিম্নচাপ। এর জেরে মঙ্গলবার (১৫ জুলাই) দিনভর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের মোট ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের অংশে। এটি কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।

এই কারণে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ব্যাপক প্রভাব থাকলেও বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে টানা ভারী বৃষ্টি, প্লাবিত একাধিক জেলা

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: গোঘাটের বিভিন্ন এলাকা প্লাবিত, বন্যার আশঙ্কা খানাকুলেও

কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টির বিরতি চলাকালীন আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিতে পারে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ একাধিক জেলা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী শনিবার ও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে।

  • শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে

  • রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে

  • সপ্তাহভর উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে

নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ-ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

  • নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে

  • শহরাঞ্চলে যানজট এবং দৃশ্যমানতা কমে আসতে পারে বৃষ্টির সময়

  • অতিবৃষ্টির কারণে চাষের জমিতে জল দাঁড়িয়ে ফসলের ক্ষতির আশঙ্কা

এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। বিশেষত উপকূল ও সীমান্তবর্তী জেলাগুলিতে আরও সতর্কতা ও নজরদারির প্রয়োজন রয়েছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা ১১ জেলায়

আপডেট : ১৫ জুলাই ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের সক্রিয় নিম্নচাপ। এর জেরে মঙ্গলবার (১৫ জুলাই) দিনভর দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। রাজ্যের মোট ১১টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বর্তমানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের অংশে। এটি কলকাতা থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে ৫০ কিলোমিটার পূর্বে রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে।

এই কারণে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত ব্যাপক প্রভাব থাকলেও বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে টানা ভারী বৃষ্টি, প্লাবিত একাধিক জেলা

মঙ্গলবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: গোঘাটের বিভিন্ন এলাকা প্লাবিত, বন্যার আশঙ্কা খানাকুলেও

কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে, মাঝে মাঝে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকবে। তবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টির বিরতি চলাকালীন আর্দ্রতাজনিত অস্বস্তি দেখা দিতে পারে।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ একাধিক জেলা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। আগামী শনিবার ও রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলে।

  • শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে

  • রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে

  • সপ্তাহভর উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে

নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ-ওড়িশা এবং বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকাল থেকে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

  • নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা রয়েছে

  • শহরাঞ্চলে যানজট এবং দৃশ্যমানতা কমে আসতে পারে বৃষ্টির সময়

  • অতিবৃষ্টির কারণে চাষের জমিতে জল দাঁড়িয়ে ফসলের ক্ষতির আশঙ্কা

এই নিম্নচাপের প্রভাবে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রভাব থাকবে। বিশেষত উপকূল ও সীমান্তবর্তী জেলাগুলিতে আরও সতর্কতা ও নজরদারির প্রয়োজন রয়েছে।