হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২

- আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 150
পুবের কলম ওয়েবডেস্ক: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ ৷ ধরমশালায় জলবিদ্যুৎ প্রকল্পের কাজ করতে গিয়ে ভেসে যান অন্তত ২০ জন শ্রমিক ৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কাংড়া জেলার মানুনি খাদে গতকাল মেঘভাঙা বৃষ্টির কারণে হঠাৎ করে জলস্তর বৃদ্ধি পায়, সেই সময়ই ঘটে যায় অঘটন ৷ দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ এখনও অনেকেই নিখোঁজ রয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টির জেরে সবথেকে ক্ষতিগ্রস্ত হিমাচল প্রদেশের কুলু এবং কাংড়া জেলার বিস্তীর্ণ এলাকা। বুধবার কাংড়ায় ইন্দিরা প্রিয়দর্শিনী জলবিদ্যুৎ প্রকল্পে কাজ করছিলেন ১৫-২০ জন শ্রমিক ৷ সেই সময় মানুনি খাদে জল বাড়তে শুরু করে। সেখানকার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, বৃষ্টির কারণে প্রকল্পের কাজ স্থগিত করা হয়েছিল ৷ তাই শ্রমিকরা ঘটনাস্থলের কাছে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছিলেন ৷ সে সময় তাঁরা জলের তোড়ে ভেসে যান ৷ খাদ থেকে দু’জনের দেহ উদ্ধার করা হয়েছে ৷ রাজ্যে জরুরি পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তিনি লিখেছেন, “মানুনি খাদে আচমকা জলপ্রবাহ বেড়ে গিয়েছে। তাতে অনেক শ্রমিক ভেসে গিয়েছেন ৷ আমি দুঃখিত। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
অন্যদিকে, কুলু জেলার জিভা নালায় তিন জনের ভেসে যাওয়ার খবর মিলেছে প্রশাসন সূত্রে। জেলা প্রশাসনের মতে, চারটি বাড়ি ভেঙে পড়েছে ৷ বহু যানবাহন ভেসে গিয়েছে । শতাধিক গাছপালা খাদে জলে ভেসে গিয়েছে ৷ পাশাপাশি, ধৌলাধর পর্বতমালায় হালকা তুষারপাত হয়েছে, যার ফলে তাপমাত্রাও হ্রাস পেয়েছে। আবহাওয়া দফতরের তরফে, আগামী বেশ কিছুদিন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে । বন্যার আশঙ্কা রয়েছে ৷