প্রবল বর্ষণের আশঙ্কা উত্তরবঙ্গে, জারি লাল সতর্কতা

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 19
পুবের কলম ওয়েবডেস্ক : বৃষ্টির দাপট পুরোপুরি না কমলেও এখনও বর্তমান। রবিবার সকাল থেকে আকাশের মুখ কিন্তু বেশ ভারীই রয়েছে। কোথাও কোথাও আবার থেকে থেকে বৃষ্টি নামছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গে এখনও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। তবে মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই।
কিন্তু উত্তরবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে। আর তাই লাল সতর্কতা জারি করা হয়েছে। জানা গেছে, ঘূর্ণাবর্তটি এখনও পূর্ব বিহার এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ থেকে সিকিমের উপর রয়েছে। যার উচ্চতা ভূপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার। ফলে সমুদ্রের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে সক্ষ্যম হচ্ছে। এখনও শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বর্ষণ হবে।
জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে রবিবার প্রবল বর্ষণের সম্ভাবনার জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টি হতে পারে বলে খবর। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে।
এইসব কিছুর মাঝে, কলকাতায় আগামী সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির আগাম সতর্কতা জারি করা হয়েছে। জানা গিয়েছে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতেও পারে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়ও একই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এমনকি ঝড়বৃষ্টির জন্য উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সতর্কতা জারি করা হয়েছে।