৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রবল তুষারপাত, উত্তরাখণ্ডে সামিট ক্যাম্প থেকেই নিখোঁজ নৌসেনার পাঁচ পর্বতারোহী

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২ অক্টোবর ২০২১, শনিবার
  • / 45

পুবের কলম ওয়েবডেস্কঃ ২০ জনের একটি দল অভিযানে গিয়েছিল উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে।পাঁচ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

মাউন্ট ত্রিশূল অভিযানে গিয়ে নিখোঁজ ভারতীয় নৌবাহিনীর  ২০ জন সদস্য। প্রবল তুষারপাতে  আটকে পড়েছে তারা। ২০ জন সদস্যের পর্বতারোহীর ওই দল উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূল অভিযানে গিয়েছিল। আর সেখানে গিয়েই প্রবল তুষারপাতের মুখে পড়তে হয় তাঁদের।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া! ১০ দিনে দু’ই বার তুষারপাতের ঘটনা কেদারনাথ ধাম সংলগ্ন পাহাড়ে

বাকিদের খোঁজ পাওয়া গেলেও পাঁচজনের কোনও খোঁজ নেই। ভারতীয় সেনা , বায়ুসেনা  ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে তল্লাশি চালাচ্ছে। হেলিকপ্টার নিয়ে চলছে তল্লাশি। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, যে তৎপরতার সঙ্গে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, সামিট ক্যাম্পের কাছেই তুষারপাতের ঘটনা ঘটে। তারপর থেকেই পাঁচজনের খোঁজ নেই।

গত ২০ সেপ্টেম্বর মুম্বই থেকে শুরু হয়েছিল ওই পর্বতারোহীদের অভিযান। শুক্রবার সকালে সামিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে ওই দলের ১০ জন। কিন্তু বেরিয়ে তুষারপাতের মুখে পড়ে তারা।

সম্প্রতি এমনই এক অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে দুই বাঙালি পর্বতারোহীর। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার ঘটনাটি ঘটে। সূত্রের খবর, আরিয়াত মাউন্টেনারিং ক্লাবের তরফে বাংলা থেকে ৬জনের দল খেমনগর হিমবাহে ট্রেকিংয়ে গিয়েছিলেন। গত ১৫ই সেপ্টেম্বর তাঁরা খেমনগর হয়ে ট্রেকিং করছিলেন। প্রায় ৫ হাজার ৮৮৪ মিটার ওপর থেকে নেমে আসছিলেন তাঁরা। অপর এক পর্বতারোহী অভিজিৎ বনিক পাহাড়ী পথ ধরে ওঠার সময় জানতে পারেন ১৮ জনের একটি টিম বরফে আটকে গিয়েছে। তাদের মধ্যে দুজন মারা গিয়েছেন বলেও তিনি জানতে পারেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রবল তুষারপাত, উত্তরাখণ্ডে সামিট ক্যাম্প থেকেই নিখোঁজ নৌসেনার পাঁচ পর্বতারোহী

আপডেট : ২ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ ২০ জনের একটি দল অভিযানে গিয়েছিল উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূলে।পাঁচ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

মাউন্ট ত্রিশূল অভিযানে গিয়ে নিখোঁজ ভারতীয় নৌবাহিনীর  ২০ জন সদস্য। প্রবল তুষারপাতে  আটকে পড়েছে তারা। ২০ জন সদস্যের পর্বতারোহীর ওই দল উত্তরাখণ্ডের মাউন্ট ত্রিশূল অভিযানে গিয়েছিল। আর সেখানে গিয়েই প্রবল তুষারপাতের মুখে পড়তে হয় তাঁদের।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া! ১০ দিনে দু’ই বার তুষারপাতের ঘটনা কেদারনাথ ধাম সংলগ্ন পাহাড়ে

বাকিদের খোঁজ পাওয়া গেলেও পাঁচজনের কোনও খোঁজ নেই। ভারতীয় সেনা , বায়ুসেনা  ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর একযোগে তল্লাশি চালাচ্ছে। হেলিকপ্টার নিয়ে চলছে তল্লাশি। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, যে তৎপরতার সঙ্গে চলছে তল্লাশি অভিযান। জানা গিয়েছে, সামিট ক্যাম্পের কাছেই তুষারপাতের ঘটনা ঘটে। তারপর থেকেই পাঁচজনের খোঁজ নেই।

গত ২০ সেপ্টেম্বর মুম্বই থেকে শুরু হয়েছিল ওই পর্বতারোহীদের অভিযান। শুক্রবার সকালে সামিট ক্যাম্প থেকে যাত্রা শুরু করে ওই দলের ১০ জন। কিন্তু বেরিয়ে তুষারপাতের মুখে পড়ে তারা।

সম্প্রতি এমনই এক অভিযানে গিয়ে মৃত্যু হয়েছে দুই বাঙালি পর্বতারোহীর। হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার ঘটনাটি ঘটে। সূত্রের খবর, আরিয়াত মাউন্টেনারিং ক্লাবের তরফে বাংলা থেকে ৬জনের দল খেমনগর হিমবাহে ট্রেকিংয়ে গিয়েছিলেন। গত ১৫ই সেপ্টেম্বর তাঁরা খেমনগর হয়ে ট্রেকিং করছিলেন। প্রায় ৫ হাজার ৮৮৪ মিটার ওপর থেকে নেমে আসছিলেন তাঁরা। অপর এক পর্বতারোহী অভিজিৎ বনিক পাহাড়ী পথ ধরে ওঠার সময় জানতে পারেন ১৮ জনের একটি টিম বরফে আটকে গিয়েছে। তাদের মধ্যে দুজন মারা গিয়েছেন বলেও তিনি জানতে পারেন।