৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

Breaking: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১ অগাস্ট ২০২৩, মঙ্গলবার
  • / 129

বৃষ্টির ছবি- সন্দীপ সাহা

পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ১৪টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

Breaking: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা

আরও পড়ুন: গভীর নিম্নচাপ, কলকাতা-সহ বাংলায় ভারী বৃষ্টি

বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। গভীর নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় এই দুর্যোগ। বিকেলেই কালো মেঘের ঘনঘটা কলকাতার আকাশে।

আরও পড়ুন: আষাঢ়স্য প্রথম দিবস…

জলপথে সমস্ত লঞ্চ সার্ভিস বন্ধ করার পরামর্শ দিল আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে মঙ্গল ও বুধবার দিঘা-মন্দারমণিতে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকরা যেন সমুদ্রে স্নান করতে না নামেন, তার জন্য সতর্কতা-বার্তা জারি করল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের ক্ষেত্রে বুধবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়াতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,  অতি গভীর নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ওপরে। বাংলাদেশের খেপু পাড়ার থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে এই মুহূর্তে অবস্থান। এর গতিপথ যেটা হবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মঙ্গলবার সন্ধ্যের সময়। বাংলাদেশের ক্লোস টু খেপু পাড়ার কাছ থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে মঙ্গলবার সন্ধ্যার সময়।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কৃষকরা

অতিক্রমের সময় গতিবিধি হবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ সরে গিয়ে আসবে আমাদের গাঙ্গেয় উপকূলের দিকে। এরপর এসে সেখান থেকে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।
কিছু সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। মূলত সব জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর,  নর্থ, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকা ছাড়া বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে শুধুমাত্র ভারি থেকে অতি ভারী বৃষ্টি। নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূমে এই তিনটি জেলাতে শুধু ভারী বৃষ্টি। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু গভীর নিম্নচাপ আছে তার জন্য ঝোড়ো হাওয়া বইবে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর,

দক্ষিণ ২৪ পরগনা, কিছুটা নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়া সেখানে হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার। কলকাতার জন্য যেটা হচ্ছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। ওয়ার্নিং হিসাবে যেটা দেয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া ২ তারিখ অবধি নিষেধ।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Breaking: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা

আপডেট : ১ অগাস্ট ২০২৩, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ১৪টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস।

Breaking: দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা

আরও পড়ুন: গভীর নিম্নচাপ, কলকাতা-সহ বাংলায় ভারী বৃষ্টি

বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ মৎস্যজীবীদের। গভীর নিম্নচাপ ও ভরা কোটালের জোড়া ফলায় এই দুর্যোগ। বিকেলেই কালো মেঘের ঘনঘটা কলকাতার আকাশে।

আরও পড়ুন: আষাঢ়স্য প্রথম দিবস…

জলপথে সমস্ত লঞ্চ সার্ভিস বন্ধ করার পরামর্শ দিল আলিপুর আবহাওয়া দফতর। একই সঙ্গে মঙ্গল ও বুধবার দিঘা-মন্দারমণিতে সমুদ্র উত্তাল থাকায় পর্যটকরা যেন সমুদ্রে স্নান করতে না নামেন, তার জন্য সতর্কতা-বার্তা জারি করল আবহাওয়া দফতর। মৎস্যজীবীদের ক্ষেত্রে বুধবার পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যাওয়াতে জারি রয়েছে নিষেধাজ্ঞা। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন,  অতি গভীর নিম্নচাপের এই মুহূর্তে অবস্থান হচ্ছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ওপরে। বাংলাদেশের খেপু পাড়ার থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পূর্ব দিকে এবং আমাদের পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে এই মুহূর্তে অবস্থান। এর গতিপথ যেটা হবে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে মঙ্গলবার সন্ধ্যের সময়। বাংলাদেশের ক্লোস টু খেপু পাড়ার কাছ থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে মঙ্গলবার সন্ধ্যার সময়।

আরও পড়ুন: লাগাতার বৃষ্টিতে বিপুল ক্ষতির মুখে কৃষকরা

অতিক্রমের সময় গতিবিধি হবে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ সরে গিয়ে আসবে আমাদের গাঙ্গেয় উপকূলের দিকে। এরপর এসে সেখান থেকে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।
কিছু সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। মূলত সব জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তার মধ্যে বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর,  নর্থ, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। উপকূলবর্তী এলাকা ছাড়া বাকি জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া জেলাতে শুধুমাত্র ভারি থেকে অতি ভারী বৃষ্টি। নদিয়া,  মুর্শিদাবাদ, বীরভূমে এই তিনটি জেলাতে শুধু ভারী বৃষ্টি। পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু গভীর নিম্নচাপ আছে তার জন্য ঝোড়ো হাওয়া বইবে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর,

দক্ষিণ ২৪ পরগনা, কিছুটা নর্থ চব্বিশ পরগনা এবং নদিয়া সেখানে হাওয়ার গতিবেগ থাকবে ৪৫ কিলোমিটার থেকে ৫৫ কিলোমিটার। কলকাতার জন্য যেটা হচ্ছে আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে। ওয়ার্নিং হিসাবে যেটা দেয়া হয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া ২ তারিখ অবধি নিষেধ।