০৮ মে ২০২৫, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

শর্তসাপেক্ষে মোহন ভাগবতের বর্ধমানের সভার অনুমতি দিল হাইকোর্ট

সুস্মিতা
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার
  • / 25

মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার পূর্ব বর্ধমানে মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষার কথা তুলে বর্ধমানে মোহন ভাগবতের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল জেলা প্রশাসনের বিরুদ্ধে। এ দিন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘রবিবার স্কুল ছুটি, তাহলে সমস্যা কোথায়?’ এই মামলায় শর্তসাপেক্ষে মোহন ভাগবতের সভার অনুমতি দিল আদালত। আগামী রবিবার পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা রয়েছে। এই সভার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আইনজীবী জানান, ‘বর্ধমানের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মাঠে সভা হবে। প্রায় ৫০ বিঘা মাঠের মধ্যে একটা ছোট অংশে সভা। এখানে লোকজন থাকেন না। দুটি স্কুল রয়েছে। একটা দেড় কিলোমিটার দূরে আর একটা দু-কিলোমিটার দূরে। অনুমতি নেওয়ার প্রয়োজনই ছিল না। কারণ স্পোর্টস অথরিটি অনুমতি দিয়েছে। কিন্তু যেহেতু মোহন ভাগবত জি জেড ক্যাটেগরি নিরাপত্তা পান সেই জন্য পুলিশকে আমরা একটা ফরমাল চিঠি দিয়েছিলাম। আগামী রবিবার ১৬ ফেব্রুয়ারি ১১টা থেকে বেলা ১২.১৫ পর্যন্ত সভায় উপস্থিত থাকবেন মোহন ভাগবতজি। কিন্তু পুলিশ জানায় অনুমতি দেওয়া সম্ভব নয়। মাধ্যমিক পরীক্ষা চলছে।’ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য লাউডস্পিকার বাজানোর উপর স্থগিতাদেশ জারি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবেনা। শুধুমাত্র সাউন্ডবক্স চালানো যাবে। ৫০০ মিটারের মধ্যে একটা স্কুল আছে, আর একটা দেড় কিলোমিটারের মধ্যে স্কুল রয়েছে। ৪৫টি মাইক লাগানোর আবেদন জানানো হয়েছে।’ এ দিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘রবিবার এবং মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের অনুষ্ঠান তাই কলকাতা হাইকোর্টের মনে হয় না কারাও অসুবিধা হবে। লোকসংখ্যা কমালে এবং লাউডস্পিকারের সাউন্ড যাতে কমিয়ে করা হয় আর মাইক কমালেই তো ঝামেলা থাকে না?’ সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জমি জুড়ে। ১-২ কিমির মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই কোনও অনুমতি চাওয়ার দরকার নেই। সভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে আদালতের নির্দেশ, ‘শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। শধবিধি মেনে সভা করতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেই দিকে সংগঠকদের নজর দিতে হবে।’

আরও পড়ুন: মঙ্গলবার তিন সেনাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শর্তসাপেক্ষে মোহন ভাগবতের বর্ধমানের সভার অনুমতি দিল হাইকোর্ট

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৫, শুক্রবার

মোল্লা জসিমউদ্দিন: শুক্রবার পূর্ব বর্ধমানে মোহন ভাগবতের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। মাধ্যমিক পরীক্ষার কথা তুলে বর্ধমানে মোহন ভাগবতের সভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল জেলা প্রশাসনের বিরুদ্ধে। এ দিন এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা বলেন, ‘রবিবার স্কুল ছুটি, তাহলে সমস্যা কোথায়?’ এই মামলায় শর্তসাপেক্ষে মোহন ভাগবতের সভার অনুমতি দিল আদালত। আগামী রবিবার পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে আরএসএস প্রধান মোহন ভাগবতের সভা রয়েছে। এই সভার বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের আইনজীবী জানান, ‘বর্ধমানের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া মাঠে সভা হবে। প্রায় ৫০ বিঘা মাঠের মধ্যে একটা ছোট অংশে সভা। এখানে লোকজন থাকেন না। দুটি স্কুল রয়েছে। একটা দেড় কিলোমিটার দূরে আর একটা দু-কিলোমিটার দূরে। অনুমতি নেওয়ার প্রয়োজনই ছিল না। কারণ স্পোর্টস অথরিটি অনুমতি দিয়েছে। কিন্তু যেহেতু মোহন ভাগবত জি জেড ক্যাটেগরি নিরাপত্তা পান সেই জন্য পুলিশকে আমরা একটা ফরমাল চিঠি দিয়েছিলাম। আগামী রবিবার ১৬ ফেব্রুয়ারি ১১টা থেকে বেলা ১২.১৫ পর্যন্ত সভায় উপস্থিত থাকবেন মোহন ভাগবতজি। কিন্তু পুলিশ জানায় অনুমতি দেওয়া সম্ভব নয়। মাধ্যমিক পরীক্ষা চলছে।’ অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, ‘মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য লাউডস্পিকার বাজানোর উপর স্থগিতাদেশ জারি করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লাউডস্পিকার বাজানো যাবেনা। শুধুমাত্র সাউন্ডবক্স চালানো যাবে। ৫০০ মিটারের মধ্যে একটা স্কুল আছে, আর একটা দেড় কিলোমিটারের মধ্যে স্কুল রয়েছে। ৪৫টি মাইক লাগানোর আবেদন জানানো হয়েছে।’ এ দিন মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ, ‘রবিবার এবং মাত্র ১ ঘণ্টা ১৫ মিনিটের অনুষ্ঠান তাই কলকাতা হাইকোর্টের মনে হয় না কারাও অসুবিধা হবে। লোকসংখ্যা কমালে এবং লাউডস্পিকারের সাউন্ড যাতে কমিয়ে করা হয় আর মাইক কমালেই তো ঝামেলা থাকে না?’ সাই কমপ্লেক্সের মাঠ ৫০ বিঘা জমি জুড়ে। ১-২ কিমির মধ্যে কোনও শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই কোনও অনুমতি চাওয়ার দরকার নেই। সভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়ে আদালতের নির্দেশ, ‘শান্তিপূর্ণভাবে সভা করতে হবে। শধবিধি মেনে সভা করতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেই দিকে সংগঠকদের নজর দিতে হবে।’

আরও পড়ুন: মঙ্গলবার তিন সেনাপ্রধানের সঙ্গে মোদির বৈঠক, সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত